ধর্ষণের দায়ে চোদ্দ বছর পর যাবজ্জীবন রায়

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

মানিকগঞ্জে এক কিশোরী ধর্ষণের দায়ে চোদ্দ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সিঙ্গাইরের মানিক মিয়া ওরফে মইজা (৪৫) এককি গ্রামের আবুল হোসেন (৪৭) ।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৬ মে মানিকগঞ্জ সিঙ্গার উপজলায় এক কিশোরী ধর্ষণের শিকার হয় । পরের দিন মানিক মিয়া ও তাঁর বাবা কালু মিয়া এবং আবুল হোসেন ও তাঁর বাবা গেদা মিয়াকে আসামি করে স্থানীয় থানায় মামলা করে ঐ কিশোরী ।

মামলার চোদ্দ বছর পর বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন ।
রায়ে আসামি মানিক ও আবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় । তবে অপরাধ প্রমাণিত না হওয়ার গেদা মিয়াকে মামলা থেকে খালাস দেয়া হয় । এবং জামিনে থাকা অবস্থায় ২০০৬ সালের ৬ মার্চ কালু মিয়া মারা যান ।

মামলার-সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, পলাতক মানিক ও আবুলের গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে ।

সর্বশেষ আপডেট: ৭ মে ২০১৭, ০৯:০৭
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন