ব্রিটিশ গবেষনা প্রতিষ্ঠান বলছে ‘রোহিঙ্গারা যে গণহত্যার শিকার হয়েছে তা নাৎসী যুগের সাথে তুলনীয়’

মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘু জনসংখ্যা “গণহত্যা প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে” যা ১৯৩০ এর নাৎসী জার্মানি এবং ১৯৯০ এররুয়ান্ডার গণহত্যার সাথে তুলনীয়, এবং তাদের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয়েছে। ব্রিটিশ গবেষনা প্রতিষ্ঠানের নতুন রিপোর্টে একথা বলা হয়েছে।

দেশটিতে জমজমাট নির্বাচনের যখন কয়েক সপ্তাহ বাকি, মেরী ইউনিভার্সিটি অব লন্ডনের ইন্টারন্যাশনাল ষ্টেট ক্রাইম ইনিশিয়েটিভ (আইএসসিআই) তাদের ১৮ মাসের তদন্তের ফলাফল হিসেবে ২০১৫ সালে রিপোর্টটি প্রকাশ করেছে।

সংস্থাটি অত্যন্ত “জোড়ালো প্রমান“ পেয়েছে যে রোহিঙ্গারা মিয়ানমার সরকার (পূর্বে যার নাম ছিলো বার্মা) কর্তৃক “ব্যাপক ধ্বংসযজ্ঞের” মুখোমুখি হচ্ছে এবং সেখানে তিন দশক ধরে গণহত্যা চলছে।

সর্বশেষ আপডেট: ২০ জানুয়ারী ২০১৮, ০৪:৫১
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন