![]()
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কাচারিঘাট আউলিয়াবাদ এলাকায় গোপনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের শর্তে কম্বল বিতরণকালে স্বতন্ত্র প্রার্থী এই দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সুত্র ও ভ্রাম্যমাণ আদালত স‚ত্রে জানা গেছে, তৃনমুল বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী হরিন প্রতিকে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা’র পক্ষে স্থানীয় জনৈক ফারুক মোল্লার বাড়িতে লোক সমাগম ঘটিয়ে কম্বল বিতরণ চলছিল।শীত বস্ত্র বিতরনের ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তাৎক্ষনিক খবর পেয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। নির্বাচনী আচরণবিধিমালা ৪ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট এই জরিমানা কার্যকর করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, ‘যিনি কম্বল বিতরণ করছেন তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তিনি কম্বল বিতরণ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে সতর্ক করা হয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনী আইন সব প্রার্থীর জন্যই সমান। কোনো প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা, কম্বল বিতরণ বা আর্থিক আদান প্রদানের যেকোনো তথ্য তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত কিংবা উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।’ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
তৃনমুল বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী হরিন প্রতিকে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা প্রয়াত ব্যারিষ্টার নাজমুল হুদার জ্যেষ্ঠ্য কন্য। তৃনমুল বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী হরিন প্রতিকে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা তার বাবার মৃত্যুর সিমপ্যাথি নিয়ে দোহার ও নবাবগঞ্জে ভোটের মাঠে রয়েছেন।
প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চার জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে তিনবার মন্ত্রীত্ব পান।
উপজেলা বিএনপি’র স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বলেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা দোহার থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে তিনি আলাদা দল ও জোট গঠন করেন। আওয়ামীলীগের সহায়তায় ঢাকা-১৭ আসনে সরকারি সমর্থন নিয়ে প্রার্থী হয়েছিলেন। পরবর্তীতে তার ভাতিজা শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সমর্থন জানিয়ে দোহাওে বিএনপি’র রাজনীতি থেকে সরে দাড়ান।








পাঠকের মন্তব্য