কণ্ঠশিল্পী হানিফের গানের এ্যালবাম ফাতিনাজ ফিরোজের হাতে

কণ্ঠশিল্পী হানিফের গানের এলবাম ফাতিনাজ ফিরোজের হাতে।
কণ্ঠশিল্পী হানিফের গানের এলবাম ফাতিনাজ ফিরোজের হাতে।

নবীন সংগীত শিল্পী হানিফ হাওলাদার তার প্রথম গানের এলবাম ‘রাত্রী বন্ধু আমার’ এ্যালবামটি তুলে দিয়েছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজের হাতে। বৃহঃপতি বার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে হানিফ ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করে এ্যালবাম তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহাম্মাদ আলী নকী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান। প্রথম গানের এলবামের জন্য কণ্ঠশিল্পী হানিফকে শুভেচ্ছা জানান ফাতিনাজ ফিরোজ।

হানিফ হাওলাদার একুশ শতককে বলেন, ‘আমাদের ম্যাম ফাতিনাজ ফিরোজ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ম্যাডামকে মনোনয়ন দিবেন। আমি আমার গানের মাধ্যমে ম্যামের নির্বাচনী প্রচারনায় অংশ নিবো।’

হানিফ হাওলাদার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে কর্মী হিসেবে যুক্ত আছেন এক যুগ ধরে। পাশাপশি কণ্ঠ শিল্পী হিসেবে বিভিন্ন প্রোগ্রামে গান গেয়ে থাকেন। হানিফের গান গাওয়ার হাতে খড়ি ছায়ানট থেকে। ২০১৯ সালে বাজারে আসছে হানিফের নতুন গান ‘বাবা দেখিনি তোমার মুখ’ ও ‘তার চোখে পড়ে চোখ’।

সর্বশেষ আপডেট: ৬ অক্টোবর ২০১৮, ১৩:০৬
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন