ফজু মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ে প্রকাশ পেল ‘বেলাভূমি’র ২য় সংখ্যা

ফজু মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ে প্রকাশিত হলো ‘বেলাভূমি’র ২য় সংখ্যা।
ফজু মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ে প্রকাশিত হলো ‘বেলাভূমি’র ২য় সংখ্যা।

‘তারুণ্যে উপকূল’ স্লোগানে আলোকাযাত্রা দলের উদ্যোগে চারপাশের জগৎ সম্পর্কে লিখে ২০ই মে রোজ শনিবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরের ফজু মিয়ারহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বের হলো উপকূল পড়ুয়াদের সবচেয়ে জনপ্রিয় দেয়ালপত্রিকা ‘বেলাভূমি’।

বিদ্যালয়ের আশপাশের নানান তথ্যের প্রতিফলন ঘটে খুদে সংবাদকর্মীদের কোমল হাতের লেখনিতে। যেখানে উঠে আসে পড়ুয়াদের বিচরণ করা জন্মস্থানের নানান সমস্যা আর সম্ভাবনা। ওরা শুধু লিখেনি, ওরা এঁকেছে, ওরা দেয়ালপত্রিকা সাজিয়েছে, ওরা আবার নিজেরাই সম্পাদনা করে বের করলো “বেলাভূমি”।

মে-জুন পত্রিকাটির বিষয় নির্ধারণ করা হয় “উপকূলের কণ্ঠস্বর”। এতে চারপাশের অজানা বিষয়গুলো লিখেছে ওরা। আর এর মাধ্যমেই ওরা বেড়ে উঠছে সৃজনশীল হয়ে। যে বিষয়গুলো বেলাভূমিতে স্থান দখল করে সেগুলো হচ্ছে, মেঘনার ভাঙ্গনে ঘনবসতি, বিদ্যুৎ সংকট, আমাদের শিক্ষা জীবন, ইংরেজি শিক্ষার গুরুত্ব, সবুজ লাগাই জীবন বাঁচাই, কৃষকের ভাগ্য দখল, গ্রাম্য জীবন, আমাদের বিদ্যালয়, আমার ভবিষ্যৎ এর মতো গুরুত্বপূর্ণবিষয়গুলো। যা তাদের মত প্রকাশে এক নতুন মাত্রা বললে চলে।

সংখ্যাটির সম্পাদকের দায়িত্বে ছিলো বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নাসিফ। এ সম্পর্কে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল আমিন
একুশ শতককে বলেন, সৃজনশীলতার জন্য দেয়ালপত্রিকায় লেখালেখি অপরিহার্য। এখানের সৃজনশীল লেখালেখি চর্চার সাথে অন্য কিছুর তুলনা হয় না।
বেলাভূমি প্রকাশের বিষয়ে এলাকার সন্তান ও পুলিশ কনস্টেবল মোঃ ইছমাইল হোসেন রুবেল বলেন, আমার এলাকার পিছিয়ে জনপদের এই বিদ্যালয়টিতে বেলাভূমি’র ২য় সংখ্যা বের হচ্ছে তা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বেশ আনন্দ অনুভব করেছি। নিশ্চয় বেলাভূমিতে লেখালেখি করে আমার এলাকার পড়ুয়াদের মেধা আরো বিকশিত হবে।

দেয়ালপত্রিকাটি প্রকাশে বিশেষ সহযোগিতায় ছিলেন আলোকযাত্রা লক্ষ্মীপুর দলের দলনেতা জুনাইদ আল হাবিব, আলোকযাত্রা হাজিরহাট দলের
জাহিদ হাসান তুহিন, ফজলে রাব্বি রবিন, মোঃ রাকিব হোসেন।

সর্বশেষ আপডেট: ২০ মে ২০১৭, ২২:৩৬
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন