বরগুনার তালতলী লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে অালোকযাত্রা দলের সদস্যরা বের করলো দেয়াল পত্রিকা “বেলাভূমি”র প্রথম সংখ্যা।
শিক্ষার্থীরা উপকূলের নানা সমস্যা ও সম্ভাবনা বাস্তব চিত্র নিয়ে দেয়াল পত্রিকা বের করে। এতে বিশেষ গুরুত্বের সাথে স্থান পেয়েছে উপকূল নিয়ে সংবাদ কবিতা, ছড়া, চিঠিপত্র ও উপকূল বিষয়ে হাতে আঁকা ছবি। বিদ্যালয়ের ৭ম, ৮ম,৯ ম, ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা দেয়াল পত্রিকা “বেলাভূমি” প্রকাশ করে।
বেলাভূমি’তে স্থান পাওয়া বিষয়গুলো হলো কবিতা, ছড়া, চিঠিপত্র, প্রবন্ধ, উপকূলের সমস্যা, আমাদের শিক্ষা জীবন, আমাদের বিদ্যালয় ইত্যাদি। এসব লেখার মধ্য দিয়ে পড়ুয়ারা তাদের মতামত প্রকাশের সুযোগ পেয়েছে।
এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হায়দার বলেন, এক দিনের মধ্যেই আমার শিক্ষার্থীরা একটি দেয়াল পত্রিকা প্রকাশ করেছে। যা নিঃসন্দেহে অনেক বিরাট ব্যাপার। আমি খুব আনন্দিত ওদের প্রতিভা দেখে। বিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রকাশে তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। এবং আমাদের স্কুলে এখন থেকে প্রতিমাসে একটা করে দেয়াল পত্রিকা ছাত্র-ছাত্রীদের বের করতে স্কুল সহযোগীতা করবো।
এসময় শিক্ষার্থীরা বলেন, অামরা এমন একটি দেয়াল পত্রিকা বের করে খুব অানন্দিত। আমদের যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে আমরা নিজেরা লিখে একটি পত্রিকা বের করতে পারবো। এতে আমি মনে করি অামাদের জ্ঞান বৃদ্ধি হবে। এবং আমারা উপকূলের সমস্যা গুলো তুলে ধরতে পারব।
দেয়াল পত্রিকা প্রকাশে বিশেষ সহযোগিতা করেছেন শিক্ষক মোঃ মিঠু (বিএসসি), টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর বরগুনা প্রতিনিধি সুমন সিকদার, বরগুনা আলোকযাত্রা দলের টিম লিডার জাহিদ হাওলাদার, মহিউদ্দিন অপু, মোঃ মহিবুল্লাহ প্রমুখ।








পাঠকের মন্তব্য