লক্ষ্মীপুরে আলোকযাত্রা’র পরিবেশ পর্যবেক্ষণ ও বেলাভূমি প্রকাশ

ফলকন উচ্চ বিদ্যালয়ে দেয়ালপত্রিকা বেলাভূমি প্রকাশ।
ফলকন উচ্চ বিদ্যালয়ে দেয়ালপত্রিকা বেলাভূমি প্রকাশ।

লক্ষ্মীপুরের কমলনগরের ফলকনে আলোকযাত্রা দলের সদস্যরা ঘুরে পর্যবেক্ষণ করেছে মেঘনাতীরের পরিবেশ। একই সঙ্গে তারা বের করেছে উপকূল পড়ুয়াদের জনপ্রিয় দেয়ালপত্রিকা বেলাভূমি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল-২০১৭ কর্মসূচির অংশ হিসেবে খুদে সংবাদকর্মী/পর্যবেক্ষক পরিবেশ পর্যবেক্ষণ ও দেয়াল পত্রিকা প্রকাশ করে।

২ অক্টোবর, সোমবার ওরা বের হয়েছিলো মেঘনার ভাঙন কবলিত পরিবারগুলোর ওপর গবেষণার কাজে। অনুসন্ধানে ওরা ১০জন খুদে সংবাদকর্মী/­ পর্যবেক্ষক ভাঙনে নিঃস্ব ১০টি পরিবারের জীবন চিত্র সংগ্রহ করে। ওদের সংকটের নানান বিষয় রেকর্ড করে নোটবুকে। ১০টি পরিবারের ওপর অনুসন্ধান করে তারা তৈরি করেছে প্রতিবেদন। যা তাদের একজন আগামি ৮অক্টোবর, রোববার ফলকন উচ্চ বিদ্যালয়ের সবুজ উপকূল অনুষ্ঠানে বিশিষ্টজনদের সামনে তুলে ধরবে।

অন্যদিকে ৪অক্টোবর, বুধবার ফলকন উচ্চ বিদ্যালয়ে ওদের চারপাশের নানান বিষয় নিয়ে লেখা দিয়েই বের হলো দেয়ালপত্রিকা বেলাভূমি। পত্রিকাটির খুদে সম্পাদক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির পড়ুয়া নুসরাত জেবিন জেসিয়া।

সর্বশেষ আপডেট: ৫ অক্টোবর ২০১৭, ২৩:৩৭
জুনাইদ আল হাবিব
লক্ষ্মীপুর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন