চরচেঙ্গায় হিন্দু মহাজোটের কৃষ্ণজন্মাষ্টমী পালন

 চরচেঙ্গায় হিন্দু মহাজোটের কৃষ্ণজন্মাষ্টমী পালন
চরচেঙ্গায় হিন্দু মহাজোটের কৃষ্ণজন্মাষ্টমী পালন

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে হাতিয়া উপজেলা হিন্দু মহাজোট। সোমবার (৩০ আগস্ট) এই উপলক্ষে উপজেলার চরচেঙ্গা বাজারে শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটি। জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী একটি হিন্দু ধর্মীয় উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়।

জন্মাষ্টমীর শোভাযাত্রা শেষে আলোচনায় অংশ নেয় হাতিয়া উপজেলা হিন্দু মহাজোটের সহ-সভাপতি পল্লী চিকিৎসক শ্রীকান্ত বাবু, সাধারণ সম্পাদক ডাক্তার সবুজ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সহদেব রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক রিগান দাস, পল্লী চিকিৎসক বাবু সুনীল চন্দ্র দাস, সদস্য সুশন মজুমদার, বাটুল মজুমদার প্রমুখ।

এ সময় শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন হিন্দু মহাজোটের সভাপতি শ্যামল কবিরাজ, সদস্য বাবু নিরঞ্জন চন্দ্র শীল, সোনাদিয়া হিন্দু মহাজোটের উপদেষ্টা বাবু শ্রী কৃষ্ণ চন্দ্র শীল, মিঠুন দাস অর্জুন দাস, দুর্যোধন দাস ও মিশন মজুমদার প্রমুখ।

সর্বশেষ আপডেট: ৩০ আগস্ট ২০২১, ২৩:০৭
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন