মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্কুল পর্যায় কর্মসূচি

মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্কুল পর্যায় কর্মসূচি।
মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্কুল পর্যায় কর্মসূচি।

“মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জান এবং এই চেতনায় দেশ গড়” স্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের উদ্যোগে দিনব্যাপি মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১ই এপ্রিল) মানিকগঞ্জ ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী তেরশ্রী কে. এন. ইনষ্টিটিউশন হাই স্কুলে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমৃদ্ধ মডিউল নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব এডভোকেট দীপক কুমার ঘোষ।

মুক্তিযুদ্ধ চলাকালে মানিকগঞ্জে পাকবাহিনী ও রাজাকারদের সাথে যুদ্ধের বর্ণনা দেন টাইগার লোকমান হোসেন। আরো বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াৎ হোসাইন খান, মনজুর আহমেদ, গণজাগরণ মঞ্চ মুখপাত্র মোস্তাফিজুর রহমান মামুন, স্থানীয় মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, শাজাহান সাধু প্রমুখ ।

সর্বশেষ আপডেট: ২ এপ্রিল ২০১৭, ২২:২৭
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন