প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বেরোবির মিতালী

মিতালী
মিতালী

ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ ও ২০১৬’তে মনোনীত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী মিতালী রাণী সরকার।

সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনীত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে। স্বর্ণপদকের জন্য মনোনীত মিতালী রাণী সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি একই বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬’তে মনোনীত মিতালী রাণী সরকার জাগো নিউজকে বলেন, এ পদকে মনোনীত হয়ে আমি অনেক বেশি আনন্দিত। এ অর্জনের পেছনে আমার বাবা-মার ক্রমাগত প্রচেষ্টা, শিক্ষকদের অনুপ্রেরণা ও ব্যাচের বন্ধুদের অবদান অনেক। সকলের দোয়া আর উৎসাহ না থাকলে এ পদক পাওয়া সম্ভব হতো না।

পদক কবে দেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, জেনেছি শিগগিরই মনোনীত শিক্ষার্থীদেরকে এ ব্যাপারে জানানো হবে।

তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রধানমন্ত্রী স্বর্ণপদক সম্পর্কিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবহিত না হওয়ায় পদকের জন্য মনোনীত হতে পারেনি।

সর্বশেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৬
জগৎপতি বর্মা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন