স্বর্ণপদক পেলেন জাবির গণিত বিভাগের দুই শিক্ষার্থী

  • ঢাকা
  • ১৪ মার্চ ২০১৮, ২৩:০৪
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ২৪২১ বার পঠিত
  • মন্তব্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দুই শিক্ষার্থীকে স্বর্ণ পদক দেয়া হয়েছে। স্বর্ণ পদক প্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন মাহরুনা কাদের ও ইউশা বিন হাফিজ।

এদের মধ্যে ২০১৫ সালে অনুষ্ঠিত স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মাহরুনা কাদের ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ইউশা বিন হাফিজকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত স্বর্ণপদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার প্রথম বর্ষের নবীনবরণ ও স্নাতকোত্তর উত্তীর্ণদের বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাবি ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘অধ্যাবসায় ও পরিশ্রমের মাধ্যমে যে পদক অর্জন করতে হয়, তার গুরুত্ব অনেক। যা কিছু অর্জন, দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্যদিয়ে সেই অর্জন ফিরিয়ে দিতে হয়।’

গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ উদ্দিন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮, ২৩:২৮
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন