রাবিতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ও সম্মাননা-২০১৯’ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়।

মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনীতে জমাটবদ্ধ মাধ্যমে প্রতিকৃতি ও ভাস্কর্য, ফাইবার গ্লাস মাধ্যমে বিক্ষিপ্ত শরীর, পোড়ামাটির ফলক, পোস্টার রং এ বেসিক ডিজাইন, স্থানীয় মাটি দিয়ে গণিকা ও আবেশ, টেরাকোটা, ম্যুরালসহ বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে ১ম বর্ষ থেকে শুরু করে মাষ্টর্সের শিক্ষার্থীদের ৮২টির মতো শিল্পকর্ম প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বার জনকে সম্মাননা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৪ তারিখে চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক এই শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়।

সর্বশেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১৮:৫৯
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন