বেরোবিতে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেরোবিতে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বেরোবিতে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উদীচী শিল্পীগোষ্ঠীর ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্ত্বর হতে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের ২য় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ওয়াদুদ সাদমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাগরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের অধ্যাপক ড . রিষিণ পরিমল, সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান আলী সরকার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম সহ প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী একটি অন্যতম সাংস্কৃতিক সংগঠন। স্বাধীনতার পূর্বে যে উদ্দেশ্য নিয়ে উদীচী প্রতিষ্ঠা পেয়েছিল স্বাধীন বাংলাদেশে উদীচীর গুরুত্ব তার চেয়ে বেশি বেড়ে গেছে। উদীচীর কার্যক্রম একমাত্র দেশকে সুস্থ এবং সাম্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

সর্বশেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭, ২১:২৩
জগৎপতি বর্মা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন