ফলকন উচ্চ বিদ্যালয়ে `বেলাভূমি’র প্রথম সংখ্যা প্রকাশ

ফলকন উচ্চ বিদ্যালয়ে `বেলাভূমি'র প্রথম সংখ্যা প্রকাশ
ফলকন উচ্চ বিদ্যালয়ে `বেলাভূমি'র প্রথম সংখ্যা প্রকাশ

চারপাশের জগৎ সম্পর্কে লিখে ১৭ই মে রোজ বুধবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরের ফলকন উচ্চ বিদ্যালয়ে আলোকযাত্রা দলের সদস্যরা বের করলো উপকূল পড়ুয়াদের জনপ্রিয় দেয়ালপত্রিকা ‘বেলাভূমি’।

বিদ্যালয়ের আশপাশের নানান তথ্যের প্রতিফলন ঘটিয়েছে লেখালেখির মাধ্যমে শিক্ষার্থীরা। যেখানে সমস্যা আর সম্ভাবনার বাস্তব চিত্র উঠে আসে। চারপাশের অজানা বিষয়গুলো লিখেছে ওরা। আর এর মাধ্যমেই ওরা বেড়ে উঠছে সৃজনশীল হয়ে। যে বিষয়গুলো বেলাভূমিতে স্থান দখল করে সেগুলো হচ্ছে, উপকূলের উন্নয়ন বয়ে আনছে সবুজ উপকূল, ‘মা’ আপন, বাল্যবিবাহে বাঁধাগ্রস্ত শিক্ষা জীবন, ধুমপানে আসক্ত শিশুরা, মেঘনার করাল গ্রাসের শিকার চর জগবন্ধু, মাঠ সংস্কারে উদ্যোগ জরুরী, আমাদের শিক্ষা জীবন, নিরক্ষরতামুক্ত জনপদ চাই, গ্রাম্য জীবনে সুখ-দুঃখ, আমাদের বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। যা তাদের মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাকের একুশ শতককে বলেন, এক দিনের মধ্যেই আমার শিক্ষার্থীরা একটি দেয়ালপত্রিকা প্রকাশ করেছে। যা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। আমি খুব আনন্দিত ওদের প্রতিভার বিস্ফোরণ দেখে। বিদ্যালয়ে দেয়ালপত্রিকা প্রকাশে তাদের সব
ধরণের সহযোগিতা করা হবে।

সর্বশেষ আপডেট: ১৭ মে ২০১৭, ২২:২৫
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন