শিক্ষার্থীদের উদ্যোগে মতিরহাট উচ্চ বিদ্যালয়ে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র ২য় সংখ্যা প্রকাশ

বেলাভূমির মার্চ-এপ্রিলের এ সংখ্যার বিষয় “উপকূলের প্রাকৃতিক দুর্যোগ”।Junayed Al Habib
বেলাভূমির মার্চ-এপ্রিলের এ সংখ্যার বিষয় “উপকূলের প্রাকৃতিক দুর্যোগ”।
এর আগে ২০১৫ সালেও অত্র বিদ্যালয়ে বেলাভূমির একটি সংখ্যা বের হয়। দেয়াল পত্রিকটি উপকূল সন্ধানী সাংবাদিক ও উপকূল বন্ধু রফিকুল ইসলাম মন্টুর নেপথ্য দিক নির্দেশনায়, খুদে সংবাদকর্মী জুনাইদ আল হাবিব এর সার্বিক তত্ত্বাবধানে বের হয়।

উপকূল পড়ুয়াদের জনপ্রিয় দেয়াল পত্রিকা “বেলাভূমি” বের হলো লক্ষ্মীপুরের প্রান্তিকের মেঘনার কূল ঘেঁষা কমলনগরের মতিরহাট উচ্চ বিদ্যালয়ে। ১৮ই মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির আলোকযাত্রা দলের সদস্যদের লেখনিতে বের হয় দীর্ঘ প্রতিক্ষীত দেয়াল পত্রিকা বেলাভূমি”। খুদে সংবাদকর্মীদের লেখনি পত্রিকাটি আলোকিত হয়, উঠে আসে চারপাশের নানান অজানা বিষয়গুলো।

পড়ুয়ারা লিখেছে মেঘনার ভাঙ্গনে নিঃস্ব জনজীবন, পর্যটকদের আকর্ষণ মতিরহাট মেঘনাতীর, ভাঙ্গা সেতুর মৃত্যুফাঁদ, খোলা আকাশের নিচে পাঠদান, বিদ্যুৎ সংকটে কালকিনিবাসী, ৬ কিলোমিটারই বিপজ্জনক. সয়াবিনে ঝুঁকছে কৃষক। কেউ লিখছে মনোমুগ্ধকরা প্রকৃতি, উপকূলে সবুজ চাই আবার কেউবা লিখেছে মেঘনাতীরে ওদের শিক্ষাজীবন সম্পর্কে। সব মিলিয়ে ওদের লেখায় গ্রাম-বাংলার বাস্তব চিত্র ফুটে উঠে।

ওরা লিখেছে, ওরা এঁকেছে আবার ওরা নিজেরাই সম্পাদনা করে বের করলো দেয়াল পত্রিকা “বেলাভূমি”। ওরা স্বপ্ন খুঁজে লেখালেখির মাধ্যমে ওদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীল মেধার বিকাশ ঘটার। ওরা চারপাশের বাস্তব ঘটনার প্রতিফলন ঘটায় বেলাভূমিতে, বিকশিত হয় ওদের মাঝের সুপ্ত প্রতিভার। মার্চ-এপ্রিলের এ সংখ্যার বিষয়টি নির্ধারণ করা হয়েছে “উপকূলের প্রাকৃতিক দুর্যোগ”। যেখানে দুর্যোগের করাল আক্রমণ থেকে রক্ষায় সবুজ উপকূলের ভূমিকার কথাও খুব স্পষ্টভাবে পড়ুয়ারা তুলে ধরেছে তাদের লেখনিতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন বেলাভূমি প্রকাশের পর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “একমাত্র লেখালেখির মাধ্যমেই সৃজনশীল ব্যক্তি হওয়া সম্ভব। পড়ুয়াদের পত্রিকা প্রকাশে বিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।” তিনি আশা প্রকাশ করে আরো বলেন. “আমাদের বিদ্যালয়ের পড়ুয়ারাই নিয়মিত তাদের দেয়াল পত্রিকাটির প্রকাশনা নিয়মত অব্যাহত রাখবে।”

এদিকে, মতিরহাট উচ্চ বিদ্যালয়ে বেলাভূমির ২য় সংখ্যা বের হওয়ার খবর শুনে আনন্দ চিত্তে স্থানীয় চর কালকিনি ইউপি সদস্য ও তরুণ উদ্যমী সমাজ সেবক মেহেদী হাসান লিটন নিজ অনুভূতি প্রকাশ করে বলেন. “আমার এলাকার পড়ুয়ারা যেভাবে সাংবাদিকদের ভূমিকা নিয়ে চারপাশের নানান ঘটনা নিয়ে লিখে দেয়াল পত্রিকা বেলাভূমিতে প্রকাশ করছে, তা নিঃসন্দেহে আমাদের মাঝে নতুন আশার সঞ্চার করতে শুরু করেছে। আর সেই স্বপ্নটুকু পড়ুয়ারা ও আমাদের জন্য বিরাট এক সম্ভাবনার।”

এর আগে ২০১৫ সালেও অত্র বিদ্যালয়ে বেলাভূমির একটি সংখ্যা বের হয়। দেয়াল পত্রিকটি উপকূল সন্ধানী সাংবাদিক ও উপকূল বন্ধু রফিকুল ইসলাম মন্টুর নেপথ্য দিক নির্দেশনায়, খুদে সংবাদকর্মী জুনাইদ আল হাবিব এর সার্বিক তত্ত্বাবধানে বের হয়। মার্চ-এপ্রিল এই সংখ্যার সম্পাদকের দায়িত্বে রয়েছেন, বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ বেলাল হোসেন।

সর্বশেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭, ২২:৪০
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন