হিংসা

হানিফ হাওলাদার
ষ্টাফ, সাংবাদিক বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও
সংগীত শিল্পী, বাংলাদেশ।

আমি ছোট বেলা থেকেই এমন
যখন আমার মা বাবা আমান জন্য
কোনো খেলনা কিনে আনতো
আমি খুব খুশি হতাম
আর সেই খেলনা আমার চাচাতো ভাইবোন
বা অন্য কেউ ধরলে আমি খুব
মন খারাপ করতাম। আর কাঁদতাম।
কেনো জানিনা, আমার কিছুতে অন্য
কেউ ভাগ বসাবে আমি তা মানতে পারতাম না।
যখন আমার ছোট ভাই বোন হয়
তখন সবাই বলতো, এখন আর তোমাকে
তোমার বাবা মা তোমাকে বেশি ভালবাসবে না।
তাই আমি আমার ভাই বোনদেরকেও ভালবাসতাম না।

কারণ ওরা আমার মাকে মা বলে ডাকবে
আমার বাবাকে বাবা বলে ডাকবে
এটা আমি কখনোই মানতে পারতাম না
কেনো জানিনা, ডাকলেই আমার হিংষা হতো।
আমি চাইতাম মা শুধু আমারি মা
বাবা শুধু আমারি বাবা
তাদের ভাগ আমি অন্য কাউকে দেবেনা।
হটাৎ একদিন আমার মা-বাবা আমাকে
ডেকে বুঝালো ওরা তোর ছোট ভাই-বোন
তোমরা দুই ভাই এক বোন
আর মা বাবার কাছে ছেলে মেয়ে
সবাই সমান।
মা বাবা সবাইকে সমান ভাবে ভালোবাসে
কাউকে বেশি কম নয়
আর আমার কথা মা-বাবা শুধু
আমাকে ভালবাসবে
তারপর বাবা-মার কথাই বুঝলাম
যে মা-বাবার কাছে সন্তান সবাই সমান
তারপর মা আমাকে বললো তুই আমার বড় ছেলে
ওরা তোর ছোট ভাই বোন
তুই ওদেরকে দেখে রাখবি আর ভালবাসবি
তারপর শুরু হলে আমাদের তিন ভাই
বোনের পথ চলা
মা বাবা দেখে খুব খুব খুশি
আমরাও সবাই খুশি
কিন্তু শুরু আর এক সমস্যা
আমার ভাইকে অন্য কেউ ভাই বলে ডাকলে
আমার বোনকে অন্য কেউ বোন বলে ডাকলে
আমি মেনে নিতে পারতাম না।
কারন আমি আমার মাকে ভালোবাসি বলে
আর কাউকে মা বলে ডাকতে দিতাম না
আমি আমার বাবাকে ভালবাসি বলে
আমার ভাই-বোনদের কেও কাছে আসতে
দিতাম না।
আর এখন আমি আমার ভাই বোনদের
ভালবাসি, এখন ভাই বোনদেরকে
অন্য কেউ ভাই বা বোন বলে ডাকলে
আমার খুব হিংসা হয়
কারন আমার ভাই বোন শুধুই আমার।
ওদের ভালবাসার ভাগ আমি অন্য কাউকে
দেবে না, তাই ওদেরকে কেউ ডাকলে খুব
কষ্ট হয়।
কেনো আমি জানিনা
এমনকি আমার প্রিয় বন্ধুর সাথে অন্য
কেউ কথা বললে, তাও আমার হিংসা হয়।
কারন আমার ভালবাসার মানুষ গুলোর
ভালবাসার ভাগ আদর অন্য কাউকে নিতে
দেবো না।
এইটা আমার হিংসা।

সর্বশেষ আপডেট: ২৫ মে ২০১৮, ০২:২০
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন