আনন্দ সাজু’র দু’টি অসাধারণ কবিতা

এমপি কবি ও পুরস্কার 

— আনন্দ সাজু
.
একজন এমপি কবি
কবিতায় অনেক দিন আলোচনায় নেই
একখানা প্রতিবাদী কবিতা লিখলেন
তিনি এগারো কোটি টাকা দুর্নীতি করছিলেন, নিজের বিরুদ্ধে প্রতিবাদ করলেন
চারদিকে প্রশংসা কুড়ালেন
কবি হিসেবে খ্যাতি পেলেন
সত্য বলার জন্য
সরকার উনাকে সততার পুরস্কার দিলো।
*****************

শব্দ
–আনন্দ সাজু
.
কুড়ে ঘরে শব্দ লিখলে
শব্দ কম দামি হয়
মলাটের ভিতর শব্দদের স্থান দিলামনা
অখাদ্য খেতাব পাবার ভয়ে।
খোলা আকাশের নিচে শব্দ লিখি
দালানদের লেখার শব্দের চাইতে
শব্দরা বিশিষ্ট হয়
বিশিষ্ট শব্দের ছোয়ায়
কম দামি শব্দরাও মূল্যবান হয়
দুই শব্দ মিলে
চিঠি লিখে পাঠাই আকাশে
রুদ্রর ঠিকানাতে
ওপারে উনিই পড়তে পারেন আমার শব্দ
এপারে পড়ার কেউ নেই।

সর্বশেষ আপডেট: ২ জুলাই ২০১৮, ২২:৫১
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন