একটা বৃক্ষের আত্মকাহিনী লিখবো

মোরশেদুল আলম রিফাত

বটবৃক্ষের আত্মকাহিনী!
যার জন্ম চার দেয়ালে বন্দী
তোমার প্রাণহীন এই শহরে;
যার বেড়ে উঠা লতাগুল্মের সাথে
তোমার সংকীর্ণ ইটের দেওয়াল আঁকড়ে।

তোমার এই শহরে,
অজানা পথ পাড়ি দিয়ে যার আগমন…
যার শেকড় তোমায় কামড়ে ধরে,
তোমার অস্তিত্ব জুড়ে বিচরণ করে
একদিন ভুলে গিয়েছিলো
সে যে এক আগন্তুক!
তোমার এই নিষ্প্রাণ শহরে….

হয়তবা সে-
হতে পারত একদিন মহীরুহ….
যদি তুমি না বলতে-
আগন্তুক! আগন্তুক! অনাকাঙ্ক্ষিত আগন্তুক!

সর্বশেষ আপডেট: ১৯ আগস্ট ২০১৭, ২৩:০৭
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন