রাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অর্জন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলা গবেষণা সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী এ সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারের প্রথম দিন শুক্রবার তিনটি অধিবেশনে দেশ-বিদেশের মোট ১১ জন প্রাবন্ধিক এবং শনিবার দ্বিতীয় দিনে চারটি অধিবেশনে মোট ১৩ জন প্রাবন্ধিক মুক্তিযুদ্ধ বিষয়ে তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রাবন্ধিকরা বলেন, একাত্তরের মুক্তিয্দ্ধু ছিল প্রকৃত একটি জনযুদ্ধ। একটি দীর্ঘ আন্দোলনের পটভূমিতে জয়যুক্ত হয়েছে এ যুদ্ধ। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল এক অধ্যায়। অশ্রু ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমূল পাল্টে দেয় বাংলার জীবন-মানস।

সর্বশেষ আপডেট: ৭ এপ্রিল ২০১৮, ২১:৪৬
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন