রাবিতে সাংবাদিকদের জন্য পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাবিতে সাংবাদিকদের জন্য পিআইবি'র প্রশিক্ষণ কর্মশালা শুরু।
রাবিতে সাংবাদিকদের জন্য পিআইবি'র প্রশিক্ষণ কর্মশালা শুরু।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ-আইবিএস এর সেমিনার কক্ষে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. এম আবদুস সোবহান বলেন, ‘ সাংবাদিকতা সমাজের দর্পণ। আমরা যে পেশাই থাকি না কেন সবকিছুর আগে আমরা মানুষ। সব পেশায় ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। তবে কতিপয় খারাপ মানুষের জন্য পেশাটি খারাপ ভাবা হয়।”

তিনি আরো বলেন, “হলুদ সাংবাদিকতাকে আমি বলি জন্ডিস সাংবাদিকতা। আমার সমাজ, দেশ, জাতির কাছে আমি কখন দায়বদ্ধ, যখন আমি নিজের কাছে দায়বদ্ধ। সাংবাদিকতা পেশা সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা। তাই বলে সাংবাদিকতা ছেড়ে দেওয়া যাবে না।”

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট- পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রিপোর্টার্স ইউনিটির মোট ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ২১ অক্টোবর কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

সর্বশেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭, ২২:৩০
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন