গ্যাস বিলে অনিয়মের প্রতিবাদে ইয়ূথদের লাল কার্ড প্রদর্শন

“আমরা প্রত্যাশিত জীবন চাই, যেখানে কোন সংকট নাই” এই স্লোগান নিয়ে মানিকগঞ্জে গ্যাস সংকট ও গ্যাস না দিয়ে নিয়মিত বিল নেয়ার প্রতিবাদে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ মানিকগঞ্জ জেলার আয়োজনে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে ।

মঙ্গলবার বিকাল ৩টায়, মানিকগঞ্জ রিজার্ভ ট্যাংক এলাকায় ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ জেলা শাখার সভাপতি এম.আর.লিটন-এর নেতৃত্বে এই ব্যাতিক্রম কর্মসূচী আয়োজন করে ।

এম.আর.লিটন বলেন, মানিকগঞ্জে আমরা দীর্ঘদিন যাবৎ গ্যাস সংকটে ভোগছি ।মাসে আমাদের ৯৫০টাকা গ্যাস বিল দিতে হচ্ছে ।কিন্তু আমরা বিন্দু মাত্র গ্যাস পাচ্ছি না । আমরা অনেক দিন যাবৎ গ্যাসের দাবিতে আন্দোলন করেছি কিন্তু তিতাস গ্যাস অফিস বা সরকার এর কোন কার্য়কারী উদ্দ্যেগ নিচ্ছে না ।তারা নির্লজ্জভাবে গ্যাস না দিয়ে বিল নিচ্ছে ।তাদের এই লাল কার্ড দিয়ে ধিক্কার জানানো ছাড়া আর কিছু নাই ।

এই লাল কার্ড প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, ইয়ূথ এন্ডিং হাঙ্গার এর সরকারি দেবেন্দ্র কলেজের কর্মী- স্বপন মাহামুদ, মুরাদ শেখ, রুবেল হোসেন, সুমন মিয়া, নুরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, আল-আমিন হোসেন ও ইমাম হোসেন প্রমুখ ।

সর্বশেষ আপডেট: ৮ আগস্ট ২০১৭, ২১:৪০
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন