জোয়ারে ভেঙ্গেছে বেড়িবাঁধ, তলিয়ে গেছে সেতুও!

লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন ৩নং ওয়ার্ডের মিয়াপাড়া-তালতলি মুখী বেড়িবাঁধটির মিয়াপাড়ার একটি অংশ সম্প্রতি গত সোমবার মেঘনার সৃষ্ট জোয়ারের প্রভাবে বিধ্বস্ত হয়। বেড়িবাঁধটির উপর নিমার্ণ করা সেতুটিও ভেঙ্গে যাওয়া স্থানে তলিয়ে গেছে!

মেঘনার উত্তাল ঢেউয়ের তীব্র স্রোতে মুহুর্তের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি গ্রাম্য লোকালয়ে মেঘনার সৃষ্ট জোয়ারের পানি প্রবেশ করতে দেখা যায়।এতে করে চলাফেরায় আটকা পড়েন ওই এলাকার হাজার হাজার বাসিন্দা। এর আগেও আরেকবার ওই স্থানে জোয়ারে বেড়িবাঁধ বিস্ততের খবর পাওয়া গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে, জনগুরুত্বপূর্ণ এই বেড়িবাঁধটিতে সেতু নির্মাণের সময় মজবুত করে মাটি দিয়ে ভরাট না করার অভিযোগ তুলছেন মানুষজন।

এতে করে নিচের অংশের মাটিগুলো খুব সহজেই জোয়ারের তীব্র স্রোতের আঘাতে সরে যায়। ফলে সেতুটিও নিচের দিকে তলিয়ে যায়। তথ্য সংগ্রহের একপর্যায়ে চোখে পড়ে বেড়িবাঁধটি ভেঙ্গে পড়ায় চলাচলকারী মানুষজন দূরের বিল দিয়ে পানি ভিজে গন্তব্যে পার হওয়ার চেষ্টা করছেন। এই সময় আরো চোখে পড়ে একজন বৃদ্ধ বিল দিয়ে হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করলে জোয়ারের উত্তাল স্রোতে তিনিও ডুবে যান! পরে মানুষজন তাকে কূলে উদ্ধার করেন। জামাল উদ্দিন(৬৫) নামের একজন নৌকার মাঝি তার নৌকা দিয়ে অল্প খরচের বিনিময়ে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের একপাশ থেকে অন্যপাশে পার করছেন।

যখন জোয়ারের স্রোত অত্যধিক ছিলো, তখন নৌকা দিয়ে মানুষ পার করতে পারেননি। কিন্তু যখন ভাটা হয়েছে তখন নিবিঘ্নে নৌকা দিয়ে মানুষজনকে পারাপার করতে দেখা যায়। তার সাথে আলাপ হলে তিনি জানান, এখানে একটি মসজিদ, “একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি জামে মসজিদ রয়েছে। গ্রামের হাজারো শিশুরা এখানে পড়তে আসে। কিন্তু এমন পরিস্থিতিতে ওদের পড়া-লেখা বন্ধ হতে চলেছে। আমরা ঠিকমত নামাজও পড়তে পারছিনা।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ সায়েফ উল্লাহর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, “বেড়িবাঁধ ও সেতু বিধ্বস্তের খবর পেয়েছি। কিন্তুজুনের পর জানুয়ারি পর্যন্ত কোন বাজেট থাকেনা। এতে ওখানের জন্য কোন বরাদ্ধ দেয়া সম্ভব হবে না। মানুষজন এখন সাঁকো নির্মাণ করে চলাফেরা করতে হবে।”

এমন সংকটে দুর্ভোগে পড়া মানুষজন চরম বিপাকে পড়েছেন। এজন্য বেড়িবাঁধটি দিয়ে চলাচলকারী মানুষগুলোর দাবি, খুব শীঘ্রই সংকট মোকাবেলায় সরকার যেন এগিয়ে আসে।

সর্বশেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭, ২৩:১৯
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন