মানিকগঞ্জ শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূল্যবেতনের অতিরিক্ত ৪% কর্তণের সিন্ধান্তের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।

১২ জুলাই বেলা ১১টা, মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বীর মোকসেদুল আলমের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক শ্যামল কুমার সরকার, বিটিএ মানিকগঞ্জ জেলা শাখায সভাপতি কাশীনাথ সরকার, সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাকবিশিস মানিকগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বলরাম চক্রবর্তী প্রমুখ ।

বক্তরা মনববন্ধনে বলেন, অনুতিবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মূলবেতনের বর্ধিত ৪% অতিরিক্ত টাকা কর্তণের সিন্ধান্ত প্রত্যাহার করে, ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও সর্বোপরি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে ।

মানাববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত ব্যপক সংখ্যক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতে উক্ত কর্মসূচী সঞ্চালন করেন বিটিএ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী, বাকবিশিস জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ রায় ।

সর্বশেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭, ০০:৫৭
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন