গণতান্ত্রিক বাম ঐক্যর মানববন্ধনে পুলিশের বাঁধা: গ্রেফতার দুই

জাতীয় প্রেসক্লাবে আজ সকালে (১২ ডিসেম্বর) গণতান্ত্রিক বাম ঐক্যর মানববন্ধনে বাঁধা দিয়েছে পুলিশ। এই সময় দুই জনকে আটক করে তিন ঘন্টা পরে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় গনতান্ত্রিক বাম ঐক্য তিব্র নিন্দা জানিয়েছে।

গণমাধ্যমে পাঠানো বার্তায় রাজনৈতিক দলটি জানিয়েছে, ১২ ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পেঁয়াজ চাল ডাল তৈল সহ নিত্য পণ্যর মূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও বিদুৎ এর মূল্য বৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে এক মানববন্ধন এর কর্মসূচী পালন করেন গনতান্ত্রিক বাম ঐক্য। এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যর সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর সাধারণ সম্পাদক কমরেড ডাঃ এম এ সামাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারন সম্পাদক কমরেড ডাঃ সামশুল আলম, এসডিপির আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ।

মানববন্ধনে কমরেড ডাঃ এম এ সামাদ বলেন, পেঁয়াজ সহ সকল নিত্য পণ্যর মূল্য আজ দেশের মেহনতী মানুষের নাগালের বাইরে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে দাম নিয়ন্ত্রণে। সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পরেছে।
ডাঃ সামছুল আলম বলেন, দেশে এখন চরম বিশৃঙ্খলা চলছে। খুলনায় ১১টি পাটকলের শ্রমিকরা আমরণ অনশন ধর্মঘট করছেন ইতিমধ্যেই অনেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আমরা উদিগ্ন তাদের জীবন নিয়ে সরকারি নির্বিকার আমরা পাটকল শ্রমিকদের নায্য দাবী মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।
কমরেড আবুল কালাম আাজাদ বলেন ভারতে বিজেপির সরকার যে এন আর সি বিল পাস করেছেন তাতে মুসলমাদের টার্গেট করা হয়েছে এবং ১৯ লক্ষ বাংগালীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছেন সরকার নির্বিকার কোন ব্যবস্হায় নিতে পারছেন না।

মানববন্ধনে সভাপতি ও জোটের সমন্বয়ক কমরেড হারুন চৌধুরী তার বক্তব্য শুরু করলে পুলিশ এসে বাঁধা দেয় এবং কর্মসূচী বন্ধ করে দেন এবং দুইজন কর্মীকে ধরে নিয়ে যায় এবং অনেক দেন দরবার ও জিজ্ঞাসাবাদ শেষে তিন ঘন্টা পর তাদের মুক্তি দেন।

গনতান্ত্রিক বাম ঐক্যর নেতৃবৃন্দ পূর্বঘোষিত সম্পূর্ন শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, সরকারের পায়ের নীচে মাটি নাই যে কোন মূহুর্তে সরকারের পতন ঘটতে পারে তাই সরকার ভিন্নমত সহ্য করতে পারছেন না। দেশে কোন গনতন্ত্র নেই।

সর্বশেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৩
ডেস্ক রিপোর্ট

সর্বশেষ আপডেট


বিনোদন