চবিতে দুই শিক্ষার্থীর উপর দূর্বৃত্তদের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধর করার পর তাদের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।তবে এই ঘটনা ছাত্রলীগের একাংশের সমর্থকরা ঘটিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ফ্যাকাল্টির ঝুপড়িতে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন- যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মোঃ জুম্মান ও একই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সামিন ইয়াছার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানাযায়, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের ৯-১০ জন নেতাকর্মী কলা অনুষদের ঝুপড়িতে ওই দুই শিক্ষার্থীকে প্রথমে মারধর করে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই দুই শিক্ষার্থী প্রক্টর অফিসে গিয়ে বিষয়টি জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা ল্যাপটপ ও ক্যামেরা ফেরত দেয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান একুশ শতককে বলেন, আমরা কলা ফ্যাকাল্টিতে গিয়ে তাদেরকে উদ্ধার করি। পরে তারা প্রক্টর অফিসে গিয়ে বিষয়টি জানায়।এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এর সুষ্ঠ তদন্তের কথা বলেন।

সর্বশেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭, ২২:১৭
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন