ঢাবির জসীম উদদীন হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন ইমরান আহমেদ

ইমরান আহমেদ। ফাইল ছবি
ইমরান আহমেদ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইমরান আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুুর ২ টার সময় এ কমিটি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

ইমরান আহমেদ বলেন, কলেজ জীবনে যখন থেকে রাজনীতি বুঝতে শিখেছি তখন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। আর বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই বিশ্ববিদ্যালয় জীবনে রাজনীতিতে পদার্পণ করি। যেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও নায়ক তিনি তাই তার আদর্শকে সবারই ধারণ করা উচিত। ছাত্রলীগ একটি স্বচ্ছ ও মেধাবীদের রাজনৈতিক দল। বাংলাদেশের সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে  আন্দোলন, লড়াই ও সংগ্রামে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।

আমি যতদিন বেঁচে আছি ততদিন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাংলার গণমানুষের পাশে থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাবো।

সর্বশেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭, ১৯:৩৫
ইমরান খান
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন