চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ।
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় েছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের কর্মীদের পিটিয়েছে তার গ্রুপ থেকে বেরিয়ে আসা মিনহাজুল ইসলামে এবং আজাদুর রহমান আজাদের অনুসারীরা। মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে এ ঘটনা ঘটে। তারা দুই গ্রুপই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

বিদ্রোহী এ গ্রুপের নেতৃত্ব দেওয়া মিনহাজুল ইসলাম চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল আর আজাদুর রহমান বিলুপ্ত কমিটির সাবেক সিনিয়র সদস্য। আজকের ঘটনা সম্পর্কে বলেন,চবি ক্যাম্পাসে বর্তমানে ছাত্রলীগের কোন কমিটি নেই, এই অবস্থাই সুজন বাইরের কিছু লোক এনে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মহড়া দিচ্ছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।’

মিনহাজ আরও বলেন, ‘দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া, টেন্ডারবাজী ও নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি
করার কারণে সবাই তার থেকে এখন আলাদা। আজ থেকে আমরা মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিনের
চৌধুরীর নেতৃত্বে ক্যাম্পাসে আর কোন নোংরামি হলে তা প্রতিহত করবো।এদিকে আজাদুর রহমান আজাদ বলেন’ অতীতের মত আমরা ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের বিপরীত শক্তিকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে কাজ করে যাচ্ছি, সেখানে বাহিরে থেকে এসে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে আমরা তা কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছি।
এ ব্যাপারে ফজলে রাব্বি সুজন কিংবা তার অনুসারী কাউকে যোগাযোগ করার জন্য পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭, ০০:৫৫
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন