বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে ইউনেস্কোর স্বীকৃতিতে চবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে  ইউনেস্কোর স্বীকৃতিতে চবি ছাত্রলীগের আনন্দ মিছিল।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে ইউনেস্কোর স্বীকৃতিতে চবি ছাত্রলীগের আনন্দ মিছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলহাজ্ব এবি এম মহিউদ্দীন চৌধুরীর গ্রুপের একাংশ ১৩-১৪ সেশনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ইউনেস্কো কতৃক স্বীকৃতি পাওয়ার ফলে আনন্দ মিছিল বের করে। ১৩ -১৪ সেশনের নেতৃত্বে ছিলেন আজাদুর রহমান আজাদ, ইমান, হাসান, জুলকার, জুয়েল, সালমান, আনোয়ার।

আজ বেলা ১১ ঘটিকার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল থেকে এই আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় এর প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ১৩-১৪ সেশন থেকে শুরু করে ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও চবি ছাত্রলীগের প্রাণ ভোমরা নবীন কর্মীরা।এতে চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সিনিয়র সদস্য আজাদুর রহমান আজাদ বলেন” ইউনোস্কোর স্বীকৃতির ফলে এখন বিশ্ব পরিমণ্ডলেও শেখ মুজিবুর রহমানের ভাষন মানুষকে মুক্তির পথ দেখাবে।এতে আরো বক্তব্য রাখেন হাসান,নাঈম,জুলকার প্রমুখ। তার বক্তব্যে ভাষনের বিভিন্ন তাৎপর্য্য তুলে ধরেন।

মিছিল শেষে তারা চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং প্রবীন রাজনীতিক জনাব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক সুস্থ্যতা কামনা করে দোয়া ও বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করেন।

সর্বশেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭, ২২:৩৯
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন