ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

 ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

ভোলা: এক বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনের বাস্তবতা, পরিকল্পিত প্রোপাগান্ডার প্রতিবাদ এবং ভোলা-৪ আসনে নির্বাচনের ঘোষণায় সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা ৪ আসনের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা ৪ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগ প্রার্থীর শরীফ পাড়াস্থ দলীয় কার্যালয়েশনিবার সন্ধ্যায় এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা -৪ আসনের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ২৪ পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন চায়। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এ লক্ষ্য সামনে রেখে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থীদের শক্তি একীভূত করার লক্ষ্যে এক বক্স পলিসি বাস্তবায়নে সমমনা ও দেশের পক্ষের শক্তিকে নিয়ে মাঠে নামেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে,বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সাহেব আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে নিয়ে পথচলা শুরু করেন।

সর্বশেষ আপডেট: ১৮ জানুয়ারী ২০২৬, ১৯:১৬
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সর্বশেষ আপডেট


বিনোদন