রাবিতে গ্রন্থাগার সংস্কারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার করে আসন সংখ্যা বৃদ্ধি ও গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশের দাবিতে মানববন্ধন করেছে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩৬ হাজার শিক্ষার্থীদের জন্য মাত্র একশ’র মতো আসন রয়েছে। পর্যাপ্ত আসন না থাকায় অন্য শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাচ্ছেন না। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া থেকে পিছিয়ে পড়ছেন। যা অত্যন্ত দুঃখজনক।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু’র সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, হাবিবুল্লা নিক্সন, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ প্রমুখ। কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, সংগঠনটির নেতাকর্মীরা গ্রন্থাগাররের সংস্কার ও আসন বৃদ্ধিসহ নয় দফা দাবি জানিয়ে বিকেলে বিশ^বিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে বলে নিশ্চিত করেছেন রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

তাদের দাবিগুলো হচ্ছে- সপ্তাহে সাত দিন গ্রন্থাগার খোলা রাখা, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, বুক সেল্ফ সিস্টেম চারু করা, আসন বৃদ্ধি, নতুন বই সংযোজন, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত করা, ডিজিটাল করা, দ্রুতগতির ইন্টারনেট এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা।

প্রসঙ্গত, রাবির গ্রন্থাগারের রিডিং রুম, গবেষণা জার্নাল শাখা, সাময়িকী শাখা মিলিয়ে সাতশ’র মতো আসন থাকলেও সেখানে শিক্ষার্থীদের বই নিয়ে প্রবেশের অনুমতি নেই। তবে গ্রন্থাগারের নিচতলায় অবস্থিত ডিসকাশন রুমে বইপত্র নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় দীর্ঘদিন থেকে আসন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১৮:৫৭
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন