রাবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। সোম ও মঙ্গলবার দুইদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মোট ৫টি ইউনিটের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত সি ইউনিটের অধীন (১০০০১ থেকে ২৫৩৭৮) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা, সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত একই ইউনিটের (২৫৩৭৯ থেকে ৪০৭৫৫ ও ৫০০০১ থেকে ৫০২৫৪) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীন (১০০০১ থেকে ২৩৮৯৮ ও ৫০০০১ থেকে ৫১৫৪৮) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত একই ইউনিটের অধীন (২৩৮৯৯ থেকে ৩৭৭৯৫ ও ৫১৫৪৯ থেকে ৫৩০৯৫) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা এবং বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত বি ইউনিটের অধীন (১০০০১ থেকে ২১৪৩০) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরদিন ২৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন (৫০০০১ থেকে ৬৩৩৭৩) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা, সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ‘ই’ ইউনিটের অধীন (১০০০১-২৫১৯৮) রোল ধারী শিক্ষার্থীদের পরীক্ষা, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত একই ইউনিটের (২৫১৯৯ থেকে ৪০৩৯৬) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন (১০০০১ থেকে ২৫৩২৬) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা এবং বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত একই ইউনিটের (২৫৩২৭ থেকে ৪০৬৫২) রোলধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, সোমবার থেকে মোট পাঁচটি ইউনিটের পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১৮:৩৮
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন