রুয়েটে শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্র্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়।

এছাড়া ‘খ’ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে চলে বেলা ১২.১০ পর্যন্ত।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮ হাজার ৮৮৪ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। তিনটি অনুষদের অধীন মোট ১৪টি বিভাগে এক হাজার ২৩৫টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

আগামী ৩১ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সর্বশেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১৮:০২
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন