রাবির দশম সমাবর্তন: দুটি আবাসিক হলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর শনিবার। সমাবর্তন অনুষ্ঠান শুরুর পূর্বে ১০ তলাবিশিষ্ট দুইটি আবাসিক হলের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিনেট ভবনে আসন্ন সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সমাবর্তনে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে বলে লিখিত বক্তব্যে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘ছেলেদের জন্য শহিদ এএইচ এম কামারুজ্জামান হল ও মেয়েদের জন্য দেশরত্ন শেখ হাসিনা হল নির্মাণ করা হবে। ইতোমধ্যে ইলেকট্রনিক টেন্ডার হয়ে গেছে। কাজের নকশাও আহ্বান করা হয়েছে। খুব দ্রতই কাজ শুরু হয়ে যাবে।’

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এম আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। উপাচার্যের বাসভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত ইমিরেটাস অধ্যাপক আলমগীর মো. সিরাজুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন বলে লিখিত বক্তব্যে জানান উপাচার্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য আরো জানান, সমাবর্তনে অংশ নিতে মোট ৬ হাজার ১৪ জন গ্রাজুয়েট নিবন্ধন করেন। এতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জনকারীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। এতে কলা অসুষদের ১১টি বিভাগের ১ হাজার ১৪০, আইন অনুষদের আইন বিভাগের ২২৫, বিজ্ঞান অনুষদের ৮টি বিষয়ে ৯১৬, বিজনেস স্টাডিস অনুষদের ৪টি বিভাগে ৯৫৩, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগে ১ হাজার ৩৬, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ৬টি বিভাগে ৫৬১, কৃষি অনুষদের ৪টি বিভাগের ৭২, একই অনুষদের ডিভিএম ডিগ্রির জন্য ৪৫, প্রকৌশল অনুষদের ৫টি বিভাগে ৩০১, চারুকলা অনুষদের ৬৭, এবং ইনস্টিটিউটসমূহ থেকে ১৯জন গ্রাজুয়েট স্নাতকোত্তর, এমফিল ও পিএইসডি ডিগ্রির জন্য নিবন্ধন করেন। এছাড়াও এমবিবিএস ৫৩৪ ও বিডিএস ১৪৫ জন নিবন্ধন করেছেন।

এদিন রাষ্ট্রপতির বিদায়ের পর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংগঠনিক কমিটিসহ ১৬টি উপ-কমিটি দক্ষতার সঙ্গে কাজ করছে। প্রত্যেকটি উপ-কমিটির আহ্বায়কদের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠিত হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

হল বন্ধ রাখার বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) এর সঙ্গে আমরা আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির জন্য তাদের চাহিদা অনুযায়ী আমরা সমাবর্তনের দিন ক্যাম্পাসে চলাচলের জন্য কিছু বিধিনিষেধ জারি করেছি। সিদ্ধান্ত অনুযায়ী সমাবর্তনের দিন শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী হলের ভেতরে বা বাইরে যাতায়াত করতে পারবে না। এসময় হল গেটে পুলিশ ও গার্ড থাকবে। নিরাপত্তার প্রয়োজনে হল গেটে তালাও লাগানো হতে পারে। তবে সব কিছু এসএসএফ এর চাহিদার ওপর নির্ভর করছে।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট বন্ধ থাকবে। বিনোদপুর ও মেইনগেট দিয়ে শুধু রেজিস্ট্রার গ্রাজুয়েটরা যাতায়াত করতে পারবে। এসময় তাদেরকে সঙ্গে কার্ড রাখতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতর সকল প্রকার দ্বিচক্র ও ত্রিচক্র যান চলাচল বন্ধ থাকবে। কোনো রেজিস্ট্রার গ্রাজুয়েট যদি গাড়ি নিয়ে আসে তবে তাকে মেইন গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে হবে। সেই গাড়ি সাবাস বাংলাদেশ মাঠে পার্কিং করে ক্যাম্পাসে আসতে হবে। এছাড়াও ক্যাম্পাসে ভেতর যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অবস্থান করবেন তাদেরকেও সঙ্গে আইডি কার্ড রাখতে হবে বলে জানিয়েছেন প্রক্টর।

সর্বশেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৬
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন