ঢাকায় হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মৌন মিছিল

ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর রক্তাক্ত হামলার প্রতিবাদে এবং আন্দোলনে উত্থাপিত নয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের মৌন মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘গত ২৯ জুলাই ঢাকায় দুই শিক্ষার্থীর উপর দিয়ে বাস চালিয়ে হত্যার পর শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায় হেলমেট পরা একদল যুবক। সেই হামলা এখনো অব্যাহত আছে। সেই হামলার প্রতিবাদে আজ আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। কেননা শিক্ষার্থীদের এ দাবি ন্যায়সঙ্গত এবং আমরা তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টায় একই দাবিতে প্যারিস রোডে একই কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক রিদিতা মিজান। মৌন মিছিলে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ আপডেট: ৭ আগস্ট ২০১৮, ০৯:৫৭
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন