বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ শীর্ষক’ আলোচনা সভা

'স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ শীর্ষক' আলোচনা সভা
'স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ শীর্ষক' আলোচনা সভা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল অর্থনীতিতে বাংলাদেশের উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় অর্থনীতি বিভাগ ও অর্থনীতি সমিতির যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের ১০৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অর্থনীতি বিভাগের প্রভাষক নাজনিন সুলতানার সঞ্চালনায় ও অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. তারিক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড.এম.সাইদুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম.ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড.নূরুল হোসেন চৌধুরী, রেজিস্টার মো.মহিউদ্দিন।

বক্তারা বলেন, উন্নয়নশীল দেশে পরিণত হতে প্রয়োজনীয় ৩টি নির্ণায়ক (ক্যাটাগরি) সফলভাবে পূর্ণ করেছে বাংলাদেশ।
এ বছরের মার্চ থেকে ‘স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে’ উত্তরণের ঘোষণা এলেও আগামী আরও ৩ বছর মনিটরিং-এর মধ্যে থাকতে হবে। এর মধ্যে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা।

সর্বশেষ আপডেট: ৫ এপ্রিল ২০১৮, ১৭:৫৪
আবু সায়েম
বরেন্দ্র বিশ্বাবদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন