জাফর ইকবালের ওপর হামলা: জাবি ভিসি ও শিক্ষকদের নিন্দা

  • ঢাকা
  • ৪ মার্চ ২০১৮, ১৬:৫২
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ৩৯৯৮ বার পঠিত
  • মন্তব্য
জাবি ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামসনজিৎ সরকার উজ্জ্বল
জাবি ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এছাড়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাবির আওয়ামীপন্থী, বাম ও বিএনপিপন্থী শিক্ষকরা ।

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ভিসি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই হামলা মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চিন্তার চর্চাকে ব্যাহত করার একটি অপচেষ্টা। ভিসি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ভিসি সন্ত্রাস প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

রোববার আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃত্বাধীন জাবি শিক্ষক সমিতি অধ্যাপক ড. জাফর ইকবালের হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। অপরিদকে জাবির বামপন্থী শিক্ষকরা জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এদিকে জাবির বিএনপিপন্থী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল আমল সেলিম স্বাক্ষরিত এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলা হয়, ‘প্রকাশ্যে দিবালোকে, জনতার ভিড়ে, পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলা নিঃসন্দেহে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। এ ঘটনায় জড়িত আকটকৃত যুবক ভয়ঙ্কর সন্ত্রাসী চক্রের সাথে জড়িত বলে আমাদের ধারণা। তাই তাকে সঠিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সন্ত্রাসী চক্রকে শাস্তির আওয়তায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

সর্বশেষ আপডেট: ৪ মার্চ ২০১৮, ১৬:৫২
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন