বাঁধন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি জহুরুল সম্পাদক রাজু

বাঁধনের নতুন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণ করছে
বাঁধনের নতুন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণ করছে

বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (২০১৮-১৯) গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. জহুরুল ইসলামকে সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রাজু আহমেদকে সাধারণ সম্পাদক করে মোট ২৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত বাঁধনের ‘বার্ষিক সাধারণ সভা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০১৮’ এর সভাপতি মো. ফরিজুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সহ সভাপতি পদে মো. সোহেল রানা সুজন (ঠাকুরগাঁও সরকারি কলেজ), নজরুল ইসলাম তালুকদার (রাজশাহী বিশ্ববিদ্যালয়); সহ-সাধারণ সম্পাদক পদে মো. মোস্তফা কামাল রনি (নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ), সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরহাদ জামিল ( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক পদে সৌরভ কুন্ডু (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ পদে মো. নুরনবী ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক পদে প্রশান্ত রায় (রাজশাহী বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাকিব উন রাফি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং  তথ্য ও শিক্ষা সম্পাদক পদে রযেছেন মো. মোজাহারুল ইসলাম ( নীল ফামারী সরকারি কলেজ)।

এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে নির্বাহী সদস্য পদে রয়েছেন মাহমুদা সুলতানা (ইডেন মহিলা কলেজ), মো. রেজাউল হক রাশেদ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. সোহানুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. হাসান শাহরিয়ার (ঢাকা বিশ্ববিদ্যালয়), রাশিক ইন্তিসার সিদ্দিকী (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রান্তিক বালা প্রতীক (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়), শওকত আলম শাকিল (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. আরিফুল ইসলাম (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), মো. মেশকাত হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মো. রায়হান আলী (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মো. রোকনুজ্জামান রাজু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), নাসিমুল আলম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মো. তায়েফ হাসান (তেজগাঁও কলেজ), আবু বরক সিদ্দীক ( বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়), তাওহীদ মো. ফয়সালুল বারি (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), সুমিত্রা সরকার সম্পা (কুড়িগ্রাম সরকারি কলেজ), মো. আমিনুল ইসলাম শরিফ (নবাব সিরাজউদ্দৌলা কলেজ, নাটোর), মো. মুরাদ হোসেন (রাজশাহী কলেজ) ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধন ২০১৭-১৮ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমরান আলী ইমন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় এক হাজার বাঁধন কর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ আপডেট: ১ এপ্রিল ২০১৮, ০৯:০১
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন