লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে সামুদ্রিক মাছ বাগট!

লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে সামুদ্রিক মাছ বাগট।
লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে সামুদ্রিক মাছ বাগট।

মতিরহাট ইলিশ ঘাট। দেশের অন্যতম চারটি ইলিশ ঘাটের শীর্ষে অবস্থান ঘাটটির। শুধু ইলিশ নয়, ইলিশ ছাড়াও দেখা মিলে আরো বিভিন্ন প্রজাতির মাছ। ঘাট কেবল দখলে থাকে ইলিশ। সেক্ষেত্রে ব্যাতিক্রম চিত্র দেখা গেলো ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে। সময় রাত ৮টা ২০মিনিট। সবাই যখন ব্যস্ত ইলিশ বেচা-কেনায়, তখন পাঁচ কেজি ওজনের সামুদ্রিক মাছ বাগট নিয়ে ক্রেতাদের সম্মুখে হাজির মেঘনার জেলে সুমন।

নিলামের মাধ্যমে বাগট মাছটি বিক্রি হলো ১৯৫০টাকা দামে! “আঁই আর কোন দিন এই মাছ হাই ন, আইজ্জা প্রথম। আমি খুব খুশি। হাঁজে ৭টার দিগে গাঙ্গের লক্ষ্মীপুর-ভোলা সীমানার লক্ষ্মীপুরের অংশে আঁর জালে মাছটি ধরা পড়ে।” বলছিলেন, লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট সংলগ্ন উত্তর চর কালকিনির জেলে মোঃ সুমন(২৫)।

পাশ থেকে তার কথার সাথে সুর মিলালেন মতিরহাট ইলিশ ঘাটের আড়ৎদার এমরান হোসেন মিলন (৩৫)। তিনি বলছিলেন, “বাগট মাছ সমুদ্রে পাওয়া যায় বেশি, আমাদের জেলেরা মাঝে মাঝে পায়। মাছটি খেতেও খুব সুস্বাদু। ক্রেতার সমাগম থাকলে মাছটির দাম আরো বেশি হতো।”

ইলিশ ঘাটটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান লিটন একুশ শতককে বলছিলেন, “এটি সামুদ্রিক মাছতো তাই নদীতে খুব
কম ধরা পড়ে, মাঝে মাঝে জেলেদের জালে বাগট মাছটির দেখা মিলে। তবে মাছটি নিয়মিত পাওয়ার সম্ভাবনা নেই।”

সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ০৮:১৪
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন