মা ইলিশ সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক সভা

মা ইলিশ সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক সভা।
মা ইলিশ সুরক্ষায় লক্ষ্মীপুরে সচেতনতামূলক সভা।

টানা ২২ দিন (১-২২ অক্টোবর) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সমুদ্র ও নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষ্যে বৃহঃস্পতিবার উপজেলার মৎস্য অফিসের আয়োজনে লক্ষ্মীপুরের কমলনগরে মা ইলিশ রক্ষায় জেলেদের নিয়ে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার শাহ নেওয়াজ, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মাদ সামছুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নাসির উদ্দিন সরোয়ার।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিবুল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, মতিরহাট
ইলিশ ঘাটের সভাপতি ও স্থানীয় চরকালকিনি ইউপি প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান লিটন, চর মার্টিন ইউপি চেয়ারম্যান মোঃ ইউছুপ আলী, বাতিরখাল মাছঘাট সভাপতি মোঃ বেলাল মাষ্টার, ইকোফিশ কর্মকর্তা রফিকুল ইসলাম পাটোওয়ারী, মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে বলেন, ইলিশ সম্পদ বর্তমানে বাংলাদেশের সম্পদ। এটি রক্ষা করা আমাদের দায়িত্ব। বিশেষ
করে প্রজনন মৌসুমে (১-২২ অক্টোবর) মা ইলিশ নোনা পানি থেকে মিঠা পানিতে ডিম ছাড়তে আসে। সেক্ষেত্রে আমরা যদি মা ইলিশকে রক্ষা না করি তাহলে আমাদের ইলিশ সম্পদ হুমকির মুখে পড়বে।

সর্বশেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩১
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন