বিজেএসসির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বেলা তিনটার সময় এ সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ডেফ্যোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “দেশ ও সমাজের বিভিন্ন ইস্যুতে তোমরা ন্যায়ের পক্ষ্যে দাঁড়াবে; তোমাদের পক্ষ্যেই পরিবর্তন সম্ভব”। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবির জার্নালিজম বিভাগের প্রভাষক হাসান মাহমুদ ফয়সল, সুমাইয়া শিফাত এবং নাজমা আক্তার প্রমুখ।

বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। বিজেএসসি সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল একুশ শতককে বলেন, ‘বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বিজেএসসির সাথে যুক্ত হতে পারবে। বিজেএসসির সদস্য সংগ্রহ কার্যক্রম ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে পড়ুয়াদের সংগঠন। এ সংগঠনের সাথে ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যুক্ত রয়েছে।

সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০১৭, ১৩:০২
ডেস্ক রিপোর্ট

সর্বশেষ আপডেট


বিনোদন