আলেকজান্ডারে সড়ক নয় যেন মৃত্যুফাঁদ

লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার-আশ্রম বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘ তিন বছর যাবত মাত্রাধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলা আর নজরদারির অভাবে পড়ে থাক সড়কটির দিকে দৃষ্টি ফিরালে নজরে পড়ে, অত্যধিক বিপজ্জনক খানা-খন্দে ভরা বড় বড় গর্ত। প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করতো সিএনজি, লেগুনা, পিকআপ, পাহাড়ট্রলী, মাইক্রোবাস ও ট্রাকের মতো ভারী যানবাহন। মারাত্মকভাবে বেহাল দশার সড়কটি দিয়ে এখনোওযাতায়াত করে পর্যটক, সাধারণমানুষ, পথচারী, স্কুল-কলেজ, মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীরা।

চরডাক্তার আশ্রমের পাশ দিয়ে এন. ইসলাম সড়কটি আলেকজান্ডার- লক্ষ্মীপুর প্রধান সড়কের সাথে মিলিত হয়ে জনতা বাজার, বাংলা বাজার, সুইজগেটের প্রধার সংযোগ সড়ক হিসাবে কাজ করছে। রাস্তাটি দিয়ে কমলনগরের লুধুয়া বাজার হয়ে উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারেও যাওয়া যায়। স্থানীয় এলাকাবাসীর পক্ষে টিভিএস অটো বাংলাদেশ গাজীপুর শাখার সহকারী ব্যবস্থাপক সাইফুল আলম মাসুম বলেন, “দীর্ঘ তিন বছর যাবত রাস্তাটি সংস্কারের অভাবে আরো খারাপ অবস্থার সৃষ্টি হচ্ছে। বর্তমানে রাস্তটির এতটাই খারাপ অবস্থা হয়েছে যে লোকজন রিক্সায় চড়তেও ভয় পাচ্ছে।”

তিনি আরো বলেন, “দীর্ঘ দিন মেরামত না হওয়ায় রাস্তটির গুরুত্ব কমে যাচ্ছে। পাশাপাশি মানুষের সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমরা
রাস্তাটির দ্রুত সংস্কার চাই। এ বিষয়ে যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।”

স্থানীয় চর আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান আহমদ উল্লাহ মজনু মাস্টারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হলে তিনি জানান, সড়কটির সংস্কার বিষয়ে সরকারের উচ্চ মহলে তথ্য দেওয়া হয়েছে। সড়কটি হবে কি হবে না, তা স্থানীয় এমপি সিদ্ধান্ত নিবেন। একুশ শতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
আজগর আলী বলেন, “ঝুঁকিপূর্ণ সড়কটি নিয়ে প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করবো এবং সমস্যাটির সমাধান খুব দ্রুতই করা হবে।”

সর্বশেষ আপডেট: ৬ জুলাই ২০১৭, ২২:৪৬
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন