খন্দকার আবু আশফাকের সঙ্গে বিএনপি’র আইনজীবীদের মতবিনিময়

খন্দকার আবু আশফাকের সঙ্গে বিএনপি'র আইনজীবীদের মতবিনিময়
খন্দকার আবু আশফাকের সঙ্গে বিএনপি'র আইনজীবীদের মতবিনিময়

খন্দকার আবু আশফাকের সঙ্গে বিএনপি’র আইনজীবীদের মতবিনিময়

ঢাকা: একটি অভিজাত হোটেলে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপি’র আইনজীবীদের সঙ্গে খন্দকার আবু আশফাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর বিজয় নগরে অবস্থিত হোটেল-৭১ এর হলরুমে দোহার ও নবাবগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংগঠনের সদস্যদের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরনবিধি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন-ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাকের পাশে থাকার প্রতিশ্রæতি দেন।খন্দকার আবু আশফাক একজন যোগ্য ও পরীক্ষিত নেতা। তার নেতৃত্বে এ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন(বিটিএলএ)এর প্রেসিডেন্ট ও বাংলাশে জাতীয়তাবাদী কর আইনজীবি ফোরাম এবং ঢাকা ট্যাক্সেস বার এর সাবেক সভাপতি এ্যাডভোকেট রমিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে আবু আশফাক বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী সমাজ সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছেন বলে তিনি দাবী করেন। পাশাপাশি বিএনপি সরকার গঠন করলে দোহার-নবাবগঞ্জের আইনজীবীদের জন্য আলাদাভাবে কিছু করার আশ্বাস দেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক।
মতবিনিময় সভার উদ্বোধক হিসেবে বক্তব্য দেন দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবু তালেব শিকদার।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিজ্ঞ সিনিয়র জেলা দায়রা,জজ বীর মুক্তিযোদ্ধা ড. আবুল হোসেন খন্দকার ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মল্লিক শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি পরিষদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মনির হোসেন রানা, ঢাকার অতিরিক্ত মেট্রোসেশন জর্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এপিপি) আতিকুর রহমান সোহান।
ঢাকা আইনজীবি সমিতির ট্রেজারার ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা ও ঢাকা জেলা জজ আদালতের বিজ্ঞ গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও ঢাকা আইনজীবি সমিতির সাবেক সেক্রেটারী অ্যাডভোকেট মো. শহীদ গাজীর সঞ্চালনায় ঢাকা বার ও হাইকোর্ট/সুপ্রিম কোর্ট বারের সদস্য এবং দোহার-নবাবগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা প্রায় দুই শতাধিক আইনজীবী পরিষদের সদস্যবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এন/ আর

সর্বশেষ আপডেট: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:৪৮
ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন