প্রেমের নিঁখুত অভিনয় করে সম্পর্ক থেকে হঠাৎ বেরিয়ে আসি

প্রেমটাতে যাঁরা খেলা হিসেবে নেয় তাঁরা নানা ছুঁতোয় সম্পর্ক থেকে বেরিয়ে আসে। এর ফলে তাঁদের পার্টনারের মনোবল কতটা নষ্ট হয়, তাঁদের যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, সেটার খোঁজ তাঁরা রাখে না।
প্রেমটাতে যাঁরা খেলা হিসেবে নেয় তাঁরা নানা ছুঁতোয় সম্পর্ক থেকে বেরিয়ে আসে। এর ফলে তাঁদের পার্টনারের মনোবল কতটা নষ্ট হয়, তাঁদের যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, সেটার খোঁজ তাঁরা রাখে না।
ভালবাসার অন্যতম প্রধান স্তম্ভ হল দায়বদ্ধতা। যে প্রেমের মধ্যে দায়বদ্ধতা থাকে না, সেটা প্রেম নয়। নিছক সাময়িক সম্পর্ক। ট্রেনে বাসে চড়ে আসার সময় সহযাত্রীদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় এটা তার চেয়ে বেশি কিছু নয়। একটি আলোচনা।

আমার বয়স ৩০ বছর। হ্যান্ডসাম দেখতে। ভাল চাকরি করি। ভাল কথা বলি। মেয়েরা খুব সহজেই আমার প্রেমে পড়ে। আমি জীবনে অনেক প্রেম করেছি। কিন্তু কোনও রিলেশনেই সিরিয়াস নই। কিন্তু যখন প্রেম করি প্রচণ্ড সিরিয়াসলি প্রেমের অভিনয় করি। এটা যেন আমার কাছে একটা খেলার মতো। প্রতিপক্ষ টেরও পায় না যে আমি অভিনয় করছি। শেষ মুহূর্তে বেরিয়ে আসি। এর জন্য আমার কোনও অনুশোচনা হয় না। তবে আমার একটি স্টেডি গার্লফ্রেন্ড আছে। ও আমার সব কথা জানে। আমাকে এই প্রেমগুলো করতে সাহায্যও করে। আমরা ওপেন রিলেশনে বিশ্বাসী। তবে সম্প্রতি আমার মনে হচ্ছে আমি ঠিক করিনি। আমার আচরণ অস্বাভাবিক। সঠিক পরামর্শ দিন।
কৃষ্ণেন্দু চৌধুরী।

আপনি যে নিজেকে কতটা ভালবাসেন, নিজের রূপগুণ ক্ষমতা সম্পর্কে বিশ্বাস, অহংকারের জায়গাটা কত প্রবল আপনার চিঠি পড়ে তা জানতে অসুবিধে হয় না। ভাল থাকতে হলে আত্মবিশ্বাস থাকা খুব জরুরি। কিন্তু নিজেকে খুব বেশি ভালবেসে ফেললে, নিজেকে আর পাঁচজনের তুলনায় উঁচু জায়গায় বসালে অন্যদের কাছে পোঁছনো যায় না, অন্যদের ভালবাসাও য়ায় না। যে প্রাচীন গ্রিসের নার্সিসাসের মত নিজের প্রেমে নিজেই মত্ত হয়ে থাকে, অন্যের প্রেমে পড়া তার পক্ষে দুষ্কর। নিজেকে নিয়ে মগ্ন থাকাটাকে ব্যক্তিত্বে বিকার হিসেবেই ধরা হয়। এই ধরনের মানুষদের অন্যরাও এড়িয়ে চলেন। আপনি লিখেছেন আপনার রূপে গুণে মুগ্ধ হয়ে মেয়েরা সহজেই আপনার প্রেমে পড়ে এবং এটা আপনার অহংকারের জায়গা। আসলে অনেকেই বোঝে না, প্রেমে পড়ার মধ্যে তেমন কোনও কৃতিত্ব নেই। প্রেমটাকে টিঁকিয়ে রাখাটাই আসল চ্যালেঞ্জ। ভালবাসার অন্যতম প্রধান স্তম্ভ হল দায়বদ্ধতা। যে প্রেমের মধ্যে দায়বদ্ধতা থাকে না, সেটা প্রেম নয়। নিছক সাময়িক সম্পর্ক। ট্রেনে বাসে চড়ে আসার সময় সহযাত্রীদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয় এটা তার চেয়ে বেশি কিছু নয়।

যাঁরা ফ্লার্ট করতে ভালবাসে, প্রেমটাতে যাঁরা খেলা হিসেবে নেয়, প্রেমিক বা প্রেমিকার আকর্ষণ তাঁদের কাছে অল্প সময়েই ফিকে হয়ে যায় এবং নানা ছুঁতোয় সম্পর্ক থেকে বেরিয়ে আসে। এর ফলে তাঁদের পার্টনারের মনোবল কতটা নষ্ট হয়, তাঁদের যে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, সেটার খোঁজ তাঁরা রাখে না। নার্সিসিস্ট মানুষেরা যেহেতু চূড়ান্ত স্বার্থপর, ফলে অন্যের প্রতি সহমর্মিতা ভালবাসা তাঁদের মনে জাগে না। অন্যদের যেমন তাঁরা সুখি করতে পারেন না, অন্যদের ঠকানোর মজাটুকু ছাড়া তাঁদের জীবনেও আর কিছু জোটে না।

আপনার যে গার্লফ্রেন্ডের কথা লিখেছেন, তিনি আপনার আচরণকে সমর্থন করেন, এক্ষেত্রে ধরে নিতে হয় যে তিনিও আপনার পথের পথিক। সেক্ষেত্রে আপনাদের মধ্যে সত্যিকারের ভালবাসার সম্পর্ক রয়েছে এটা বিশ্বাস করা কঠিন।

আপনার মধ্যে হালে যে অনুশোচনা জাগছে এটাই যা আশার কথা। আমরা অন্য কাউকে ভালবাসি তাকে ভাল রাখার জন্যই, তা সে তাঁর সঙ্গে সম্পর্কটা যাই হোক না কেন। ভাল থাকতে হলে অন্যকেও ভাল রাখতে হয়। কাউকে ভালবাসলে নিজের ইগো-অহংকার-জেতার মনোভাব ত্যাগ করতে হয়। সম্পর্ককে একটা খেলা হিসেবে দেখলে বা সম্পর্কের মধ্যে ইগোর লড়াই, জেতার মনোভাব থাকলে সে সম্পর্ক যে ক্ষণস্থায়ী হবে তা বলাই বাহুল্য। সর্বোপরি সেই সম্পর্ক থেকে আপনার কিছু পাওয়ারও থাকবে না। সুন্দর সম্পর্ক আনাদের তৃপ্তি দেয়, মানসিক শান্তি দেয়, ভরসার জায়গা হয়ে ওঠে। এটা না বুঝলে আপনি মস্ত বড় ফাঁকিতে পড়বেন।

সর্বশেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭, ০২:০৮
সানন্দা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন