পিরিয়ডের সময় পেট ব্যথার সমস্যা

মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় ব্যথা অত্যন্ত কমন সমস্যা।
মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় ব্যথা অত্যন্ত কমন সমস্যা।
আপনার বিভিন্ন গাইনিকলজিক্যাল সমস্যার উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তার।

আমার মেয়ের বয়স ১৮। পিরিয়ডসের সময় প্রতিবারই তলপেটে খুব ব্যথা হয়। ব্যথা কমানোর ওষুধ খাওয়াটা প্রায় রুটিনে দাঁড়িয়ে গিয়েছে। এত ঘন ঘন এ ধরনের ওষুধ খেলে কি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?
তনিমা রায়

এ বয়সের মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের সময় ব্যথা অত্যন্ত কমন সমস্যা। বেশিরভাগ সময়ই এর কোনও চিকিৎসাগত কারণ থাকে না। অনেকেরই আবার সন্তানধারণের পরে এ সমস্যা খুব একটা থাকে না। তবে এন্ডোমেট্রিওসিস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজ়িজ়ের মতো অসুখ কম বয়স থেকেই দেখা যেতে পারে। আলট্রাসোনোগ্রাফি করিয়ে একবার দেখে নেওয়া ভালো। তবে যদি স্বাভাবিক ব্যথা হয় ও অনুষাঙ্গিক কোনও সমস্যা না থাকে, তাহলে পেন কিলার খেলে লং টার্মে সাধারণত কোনও সমস্যা হয় না।

আমার বয়স ৪৫। কয়েকমাস হলো মেনোপজ় হয়েছে। তারপর থেকেই হটফ্লাশের সমস্যায় ভুগি। আমার স্বামী এইচআরটি করাতে বলেছেন। শুনেছি এর নানা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আমার কী করা উচিত?
নাম প্রকাশে অনিচ্ছুক

যদি পোস্ট মেনোপজ়াল লক্ষণগুলো শরীরে অস্বস্তির সৃষ্টি করে, তাহলে শর্ট টার্ম এইচআরটি করার পরামর্শ দেওয়া যেতে পারে। দু’ থেকে চার বছরের চিকিত্‌সা করা যেতে পারে। আজকাল নানাধরণের শর্ট টার্ম হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে যার খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে প্রতিটি মানুষের প্রয়োজনীয়তা অনুযায়ী ডাক্তারের পরামর্শে এইচআরটি-র কথা ভাবা যেতে পারে।

সর্বশেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭, ০২:০৮
সানন্দা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন