জাবিতে পুলিশের জলকামানে কোটা সংস্কারের দাবি

  • ঢাকা
  • ১১ এপ্রিল ২০১৮, ১৪:২৮
  • সনজিৎ সরকার উজ্জ্বল
  • ১৮৬১ বার পঠিত
  • মন্তব্য

কোটা সংস্কার, মন্ত্রীদের বক্তব্য প্রত্যাহার, ঢাবির ছাত্রলীগ নেত্রীর বিচার দাবি ও পুলিশী হামলার প্রতিবাদে ক্লাস ও  পরীক্ষা বর্জন করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় শিক্ষাথীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে প্রধান গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

এই অবরোধের কারণে দেশের দক্ষিণ-উত্তরাঞ্চল ও ঢাকা থেকে ছেড়ে আসা সকল যানবাহন আটকা পড়েছে। কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা-আরিচা মাহাসড়ক।

ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অবরোধকালে শিক্ষার্থীরা ‘মুজিবের বাংলায় বৈষ্যমের ঠাঁই নাই, কে বলে রে রাজাকার ধিক্কার ধিক্কার, এরকম স্লোগান দিচ্ছে। সংবাদ লেখা পর্যন্ত অবরোধ চলছে। এ বিষয়ে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার মুখপাত্র খান মুনতাসির আরমান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

এদিকে মহাসড়ক অবরোধকালে পুলিশকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে। আন্দোলন  শান্তিপূর্ণ ভাবে চলছে। শিক্ষার্থীদের ধাওয়ায় জলকামান ফেলে প্রান্তিক গেটের দিকে অবস্থান নিয়েছে পুলিশ।

 

সর্বশেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮, ১৪:৪৬
সনজিৎ সরকার উজ্জ্বল
জাবি প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন