রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি: সভাপতি শিহাবুল, সম্পাদক হৃদয়

সভাপতি শিহাবুল (বামে), সম্পাদক হৃদয় (ডানে)।
সভাপতি শিহাবুল (বামে), সম্পাদক হৃদয় (ডানে)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির(রুরু) ২০১৮-১৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক করতোয়া’র রাবি প্রতিনিধি শিহাবুল ইসলামকে সভাপতি এবং দৈনিক খোলাকাগজ’র রাবি প্রতিনিধি আলী ইউনুস হৃদয়কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি কায়কোবাদ খান।

রাবি রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক আহমেদ ফরিদ এ তথ্য জানিয়েছেন। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ ফারুক খান (সংবাদ প্রতিদিন), সহসভাপতি-২ রাইসা জান্নাত (ভোরের কাগজ), সহসভাপতি-৩ অধরা মাধুরী পরমা (ঢাকা ট্রিবিউন), সহসভাপতি-৪ মাহফুজ মুন্না (দৈনিক রাজবার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা নুর (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ হাসান মাহমুদ (দৈনিক প্রকৃতির সংবাদ), সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম (দৈনিক সংবাদ), সহসাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক আরাফাত রহমান (ডেইলি স্টার), প্রচার সম্পাদক আহমেদ ফরিদ (আলোকিত সময়), সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), ক্রীড়া সম্পাদক মমিনুর মমিন (রেডিও পদ্মা), সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া (ডেইলি অবজারভার), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াজিম ইসলাম পলাশ (রেডিও পদ্মা) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন (রেডিও পদ্মা), আপ্যায়ন বিষয়ক সম্পাদক খুর্শিদ রাজীব (পদ্মাটাইমস২৪ডটকম), কার্যনির্বাহী সদস্য অন্তর রায় প্রণব (ফটো সাংবাদিক), হারুণ অর রশিদ (বাংলা রিপোর্ট) ও সায়মন জাহিদ (ভোরের সূর্য)।

আহমেদ ফরিদ আরও জানান, রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাবি উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাবি সাংবাদিক সমিতি, রাবি প্রেসক্লাব, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাবি শাখা ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, সমকাল নাট্য চক্র, ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস’ কাউন্সিল (বিজেএসসি), গ্রুপ অব লিবারেল ডিবেটার্স (গোল্ড) বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

সর্বশেষ আপডেট: ১০ জানুয়ারী ২০১৮, ০০:২৯
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন