উন্মোচিত হলো বই-জগতের নতুন দিগন্ত ভি-বুক। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে V-book এর মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মোড়ক উন্মোচন কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, ‘আমাদের দেশের মূল সম্পদ হচ্ছে আমাদের তরুণরা। তরুণদের প্রতিভাকে কাজে না লাগানো গেলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হবেনা।’
এ সময় তিনি আরও বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে স্বপ্নীল মোত্তাফি বিল্লাহর V-book ধারণা শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।’
অনুষ্ঠানে বইটির লেখক স্বপ্নীল মোত্তাফি বিল্লাহ বলেন, “V-book বা Video Book বই-জগতের এক নতুন দিগন্ত। V-book শুধুমাত্র একটি জড় বই নয় বরং এটি একজন শিক্ষক ও বটে। অর্থাৎ এই বইয়ের সাথে রয়েছে প্রতিটি পৃষ্ঠার জন্য ভিডিও ক্লাস যা রয়েছে বইটির সাথে থাকা মেমরি কার্ডে এবং ইউটিউবে অর্থাৎ শিক্ষার্থীরা এসব ভীডিও ক্লাস অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই দেখতে পাবেন। শিক্ষার্থীরা যেকোনো পৃষ্ঠার কোনো কিছু না বুঝলেই বইয়ের সাথে থাকা ভিডিও ক্লাসের সাহায্যে তা বুঝে নিতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীরা বইয়ের সাথে থাকা ভিডিও ক্লাস দেখেও কোনো কিছু না বুজতে পারলে V-book এর ফেইসবুক পেইজ facebook.com/vbookpublication এ প্রশ্ন করতে পারবেন।”
এ সময় তিনি বলেন, “ V-book ইন্টারনেট সুবিধা বঞ্চিত প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা সুবিধা নিশ্চিত করবে কারন এই বইয়ের সাথে রয়েছে অফলাইন ভিডিও।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজয় টিভির ম্যানেজার ইন চার্জ এন আই বুলবুল। বইটির প্রকাশ করেন টি এস এস ড্রিমার্স লিমিটেড।








পাঠকের মন্তব্য