তরুণ তুর্কি ইমরানের অন্য আলো

ইমরান মাহফুজ। গ্রামের অন্য দশজন ছেলের মতোই তার বেড়ে উঠা। পরিবারের ইচ্ছা ছেলে বড় হয়ে গ্রাম্য ডাক্তার হবে। পরিবারের আগ্রহে ৬ষ্ঠ শ্রেনীতে পড়াকালীন ভগ্নিপতির ফার্মেসীতে নিয়মিত বসতেন। অল্পদিনে হয়েও উঠেন গ্রাম্য ডাক্তার। গ্রাম্য চিকিৎসার নাড়ি নক্ষত্র জানা তার। মুখস্ত প্রায় চার হাজার ঔষধের নাম। কাটা ছেড়া আর স্যালাইন দিতে যেতেন রোগীদের বাড়ী বাড়ীও। সেই ক্ষুদে গ্রাম্য ডাক্তার একদিন তরুণ গবেষক হিসেবে জাতীয় পর্যায়ে নিজের নাম লেখাবেন, স্বমহিমায় করে নিবেন নিজের জায়গা, এমনটি হয়তো কেউ ভাবেনি।

তরুণ কবি ও গবেষক ইমরান মাহফুজের জন্ম কুমিল্লা চৌদ্দগ্রামে ১০ অক্টোবর। বাবা নুরুল আলম শিক্ষক। মা বিলকিস বেগম গৃহীনি। বাবা ভালো পুথিঁ পাঠ করতে পারতেন, বাবার পুথিঁ পাঠ ইমরানের মনো জগতে এক দারুন প্রভাব পেলে। ছোট বেলায় সময় দিতেন বাবার অস্থায়ী মুদি দোকানে। ৬ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন পরিবারের ইচ্ছাই গ্রাম্য ডাক্তার হওয়ার বাসনায় পড়ালেখার পাশাপাশি নিয়মিত বসতেন ভগ্নিপতির ফার্মেসিতে। পল্লী চিকিৎসক ভগ্নিপতি সাইফুল ইসলাম মনিরের অনুপ্রেরণায় লেখালেখিও শুরু করেন। এইচএসসি পাশের পর মেডিকেলে ভর্তি পরীক্ষায় উর্ত্তীন হয়েও পরিবারের অমত থাকায় ভর্তি হতে পারেননি। বাবা মা চাইতেন পরিবারের কাছেই থাকুক ইমরান, গ্রাম্য ডাক্তার হয়ে বাকি জীবন কাটিয়ে দিক সে।

কিন্তু উচ্চাকাঙ্খী ইমরানের স্বপ্ন অনেক বড়, জীবনে কিছু একটা করতেই হবে। এমন ভাবনা থেকে বাড়ী পালানোর সিদ্ধান্ত নেয় ইমরান। একটি সিল্কের জামা আর কালো প্যান্ট পরে হাতের ব্যাগে একটি লুঙ্গি, গামছা সাথে শার্ট নিয়ে বেরিয়ে পড়ে। সম্বল মাটির ব্যাংকে জমানো ২৭০ টাকা।

ইমরান মাহফুজ বলেন, মেইড ইন জিঞ্জিরা টাইপের জীবন নিয়ে লেখালেখির সূত্রে পরিচয় এমন একজনের সাথে চট্টগ্রামে, টানা ৯ দিন ছিলাম। কারো সাথে কোনো যোগাযোগ নেই আমার। আমি যেন এক অন্য মানুষ! ভ্রাম্যমান হকার। চট্রগ্রাম ছেড়ে এবার ঢাকার পথে পাড়ি জমাই। আবারো অন্য ঠিকানায়। ঢাকায় প্রায় ১২ দিন। নিখোঁজ ইমরান। পরিবারের উদ্বেগ বাড়ে, নিখোঁজ সংবাদ ছাপতে স্থানীয় সংবাদপত্র অফিসে যায় বাবা। মন আর মানছিল না ২১তম দিনে বাড়ির পথে পা বাড়াই।’ পরে স্থির করলেন রাজধানীতেই স্থায়ী হবেন তিনি। আবার পাড়ি জমান ঢাকায়। মতিঝিলে একটি সাপ্তাহিক পত্রিকায় মাত্র ৫০০ টাকা বেতনে চাকরি নেন। পাশাপাশি দু হাতে লিখতে থাকেন বিভিন্ন পত্র-পত্রিকায়। পাশাপাশি ২০১০ সালে নিজ উদ্যাগে বের করেন কালের ধ্বনি। এই পর্যন্ত ৭টি সংখ্যা প্রকাশ পেয়েছে। সবার কাছে বেশ পরিচিতি লাভ করেছেন | ফেব্রুয়ারি ২০১৫-তে প্রকাশিত ৫ম সংখ্যাটি । রাজনীতিক-সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদকে নিয়ে করেছেন কালের ধ্বনির বিশেষ সংখ্যা। যেটি এমন আলোচনায় আসছে যা তিনি নিজেও ভাবেন নি। এবং পরের সংখ্যাটি নজরুল গবেষক, শিখা পত্রিকার প্রকাশক ও কবি আবদুল কাদিরকে নিয়ে নিয়ে। এখন কাজ করছেন জসীম উদ দীনকে নিয়ে। আর এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ ৭টি। প্রথম যৌথভাবে সম্পাদিত ‘কষ্টের ফেরিওয়ালা: হেলাল হাফিজ’ (বিভাস) , আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ (প্রথমা প্রকাশনা), জীবনশিল্পী আবুল মনসুর আহমদ (সম্পাদনা স্টার বুকস), ‘মুক্তিযোদ্ধ: অজানা অধ্যায়’ (গবেষণা, জাগৃতি), ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ (কবিতা, ঐতিহ্য) , মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণাগ্রন্থ ‘লালব্রিজ গণহত্যা’ (১৯৭১: গণহত্যা ও নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট) ও দ্য ইকুয়েশন অব লাইফ (কালের ধ্বনি) | তাঁর আলোচিত কাজ ‘দুর্লভ এই আলো’ নামে একটি তথ্যচিত্র, যেটি লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জীবন ও কর্ম নিয়ে ইমরান মাহফুজ নির্মাণ করেছেন। এই সব কাজে, এই সৃজনশীল তরুণ ইতোমধ্যেই তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন আবুল মনসুর আহমদ গবেষণা পুরস্কার ২০১৫, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মৃতি পুরষ্কার ২০১৩ পুরষ্কার ও সম্মাননা। শুধু পুরষ্কার বা সম্মাননা নয় পাঠকদের ভালোবাসার পাশাপাশি মিলেছে অনেক প্রাপ্তিও। যেমন তাঁর আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়য়ের অনার্স ও মাস্টার্স পর্যায়ের পাঠ্যসহায়ক গ্রন্থ হিসাবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীতে স্থান পেয়েছে। বলা যায়, বাংলাদেশের সর্বকনিষ্ট গবেষক! সেই সাথে পশ্চিমবঙ্গের (কলকাতা) আমন্ত্রণে কবিতা পড়ার সুযোগও পেয়েছেন এই বছরের শুরুতে।

তবে ইমরান মাহফুজ শুধু লেখালেখিই করেন তা কিন্তু নয়; নাট্য পরিচালনাতেও বেশ পটু তিনি। সহকারী পরিচালক হিসাবে বেশ কটি টিভি নাটকে কাজ করেছেন তিনি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইমরান মাহফুজ বলেন, আমাদের দেশের প্রখ্যাত লেখক সাহিত্যিকদের নিয়ে গবেষণাধর্মী কাজ খুব কমই রয়েছে। আমি সেসব নিয়ে কাজ করতে চাই। আরো বলেন, ‘আজীবন লেখালেখির সাথে যুক্ত থাকতে চাই। জানতে চাই। জানাতে চাই। জীবনকে উৎযাপন করতে চাই।

উদ্ভিদবিদ্যা নিয়ে পড়া ইমরান মাহফুজ পেশা পরিচয়ে সাংবাদিক হলেও মনে প্রাণে তিনি একজন তরুণ কবি ও গবেষক। বর্তমানে দ্য ডেইলি স্টারে চাকরির পাশাপাশি সম্পাদনা করছেন ‘কালের ধ্বনি’ পত্রিকা

সর্বশেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭, ০৯:৫৮
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন