নলছিটিতে শেষ মুহূর্তে পুরোদমে চলছে দূর্গা পুজার প্রস্তুতি

দূর্গা পুজার শেষ মুহূর্তে প্রস্তুতি
দূর্গা পুজার শেষ মুহূর্তে প্রস্তুতি

ঝালকাঠির নলছিটিতে বিগত বছরের ন্যায় এবছরেও উপজেলা জুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি। আর মাত্র একদিন বাকি উপজেলার ২১টি মন্ডপে তৈরি করা প্রতিমাগুলো অপেক্ষায় রয়েছে শেষ রংতুলির আচড়ের।

দূর্গা, লক্ষি, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাশুর সহ দেবদেবীদের মুর্তি তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে মন্ডপ গুলোতে। এখন প্রতিমায় রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমা গুলোর পূর্ণ রুপ। তবে শেষ মুহুর্তে গেট, প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে প্রতিমা তৈরি উপকরণের সংকট রয়েছে বলে দাবী করেছেন কারিগররা।

আর সনাতন ধর্মাবলম্বীদের দাবি বিগত বছরের মতো এ বছরেও ধুমধামের মধ্যদিয়ে উদযাপিত হবে এই পুজা। নলিছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনারধন দাস ও সাধারণ সম্পাদক তপন কুমার দাস জানান, শান্তিপূর্ণ পুজা উদযাপনের জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এবং সকল ধর্মের মানুষকে পাশে থাকার জন্য আহবান জানানো হয়।

অন্যদিকে নলছিটি থানা অফিসার ইন চার্জ এ কে এম সুলতান মাহামুদ বলেন দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে নলছিটি উপজেলার মন্দির গুলোতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন পূজোর আগে থেকেই প্রতিটি মন্দিরে মন্দিরে বিশেষ পুলিশের আইনি-শৃঙ্খলা সভা করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ র্নিভয়ে নির্বিঘ্নে প্রতিটি মন্দিরে ভক্তি ভরে দেবী দর্শন। করতে পারে।

সর্বশেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:২০
এস এ ইমন
নলছিটি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন