ঢাবি ছাত্রলীগ অব দ্যা স্টুডেন্ট, বাই দ্যা স্টুডেন্ট এন্ড ফর দ্যা স্টুডেন্ট

বক্তব্য রাখছেন কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন।
বক্তব্য রাখছেন কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রলীগের ইউনিটকে কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ‘অব দ্যা স্টুডেন্ট, বাই দ্যা স্টুডেন্ট এন্ড ফর দ্যা স্টুডেন্ট’ বলেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল মাঠে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগ।

হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ খানের সঞ্চলানায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ, ডিবিসি নিউজের সম্পাদক জাহেদুল আহসান পিন্টু, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

সভাপতির বক্তব্যের শুরুতেই আরিফ হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট এবং ২১শে আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার প্রতি শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করেন এবং বিভিন্ন আন্দোলনে জসীম উদদীন হল ছাত্রলীগ এর ভূমিকার কথা তুলে ধরেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবের “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের আলোকে বর্তমান ছাত্রলীগ কর্মীদের দিক নির্দেশনায় ভরা ছিল তার বক্তব্য। পাশাপাশি তিনি আগামী দিনে ছাত্রলীগ এর ভূমিকা কেমন হওয়া উচিৎ এবং আগামী নির্বাচনে কিভাবে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করা যায় সেই সম্পর্কে বলেন।

তার বক্তব্যের শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ৭২ পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সর্বশ্রেষ্ঠ ইউনিট হিসেবে সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এর কথা উল্লেখ করেন।

তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজেদেরকে যে আসনে নিয়ে গেছেন তাতে গর্বের সাথেই বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অব দ্যা স্টুডেন্ট, বাই দ্যা স্টুডেন্ট এন্ড ফর দ্যা স্টুডেন্ট।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কাজে লাগিয়ে বিএনপি অসাংবিধানিক সরকার গঠনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ।

খাদ্যমন্ত্রী বলেন, কিছু দিন আগে ষোড়শ সংশোধনীর রায় হয়েছে। এ রায় নিয়ে বিচার বিভাগের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীর টানাপোড়ন চলছে। আর এটা সৃষ্টি করেছে বিএনপি। তারা বিচারকের পক্ষ নিয়েছে। এর মাধ্যমে অসংবিধানিক সরকার গড়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, দেশে যখন নির্বাচনের একটা আবহাওয়া বইছে, মানুষ যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন সুন্দর একটা জাতীয় নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে সেই মূহুর্তে নির্বাচনকে বানচাল করার জন্য নতুনভাবে ষড়যন্ত্র চলছে।

সর্বশেষ আপডেট: ২৪ আগস্ট ২০১৭, ২০:৫৫
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন